ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় পা রেখেছেন মার্কাস রাশফোর্ড। যেখানে এসে তরুণ সতীর্থ লামিন ইয়ামালের ফুটবল দক্ষতায় এতটাই মুগ্ধ হয়েছেন যে, তুলনা করে বসলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও’র সঙ্গে।
ইংল্যান্ডের পর এবার স্পেন অধ্যায় শুরু হলো রাশফোর্ডের। যদিও ধারে বার্সেলোনায় এসেছে তিনি। কাতালান ক্লাবটি ইতোমধ্যে অভিষেক হয়েছে লা লিগার ম্যাচেও। যেখানে মায়োর্কার বিপক্ষে তার দল জিতেছে ৩-০ ব্যবধানে। তবে বার্সেলোনার হয়ে এটি তার অভিষেক ম্যাচ নয়। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে তিনি কাতালানদের হয়ে খেলেছেন। হোয়ান গাম্পার ট্রফির ফাইনালেও খেলেছেন শুরুর একাদশে।
এসব ম্যাচে তার অভিজ্ঞতা হয়েছে তরুণ তারকা লামিন ইয়ামালের সঙ্গে মাঠ দাপিয়ে বেড়ানোর। ১৮ বছরের তরুণের সঙ্গে সেরেছেন কয়েকটি অনুশীলন সেশনও। কাছ থেকে ইয়ামালের ফুটবল কৌশল ও দক্ষতা দেখে একেবারে মুগ্ধ রাশফোর্ড। প্রশংসায় ভাসানোর পাশাপাশি তরুণ তারকাকে তুলনা করলেন ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো নাজারিও’র সঙ্গেও।
স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে রাশফোর্ড তার তরুণ সতীর্থকে নিয়ে বলেন, ‘এ বয়সের যাদের সঙ্গে খেলেছি, তার মধ্যে সে (ইয়ামাল) সবচেয়ে প্রতিভাবান। খেলায় ও যেভাবে প্রভাব রাখে, এমন কারও সঙ্গে আগে কখনো খেলিনি, দেখিনি। হয়তো রোনালদো নাজারিও... এত অল্প বয়সে মাঠে এমন প্রভাব ফেলা এবং এত স্থিরভাবে অবিশ্বাস্য। ওর সামনে একটি দীর্ঘ ক্যারিয়ার রয়েছে, এবং আমি আশা করি ও তার মান বজায় রাখবে এবং আরও উন্নতি করবে।’
শনিবার লা লিগার ম্যাচে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ইয়ামালের সঙ্গে সে ম্যাচে প্রতিপক্ষের দুর্গে আঘাত হানার অপেক্ষায় রাশফোর্ড।
পিএ/টিকে