মালায়ালাম চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক রাজেশ কেশব হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঞ্চেই লুটিয়ে পড়ে যান। বর্তমানে সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার বয়স মাত্র ৪৯ বছর।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছে গত রোববার (২৪ আগস্ট) রাতের, কোচির ক্রাউন প্লাজা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষ হওয়ার মুহূর্তে হঠাৎ মঞ্চেই লুটিয়ে পড়েন রাজেশ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়, হাসপাতালে পৌঁছাতে সময় লেগেছে মাত্র ১৫-২০ মিনিট।
লেকশোর হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজেশ কেশবকে হাসপাতালে পৌঁছানোর পর অবিলম্বে অ্যাংজিওপ্লাস্টি করা হয়। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার এখনও পুরোপুরি জ্ঞান ফিরেনি তবে মাঝে মধ্যে সামান্য অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া করতেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের মতে, পরবর্তী ৭২ ঘণ্টা তার শারীরিক অবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ এবং এই সময়ের মধ্যে কোনো সুসংবাদ নিশ্চিত করা সম্ভব হবে। চিকিৎসকরা আশঙ্কা করছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কারণে তার মস্তিষ্কে সামান্য আঘাত হতে পারে।
রাজেশ কেশবের বন্ধু ও পরিচালক প্রতাপ জয়লক্ষ্মী ফেসবুকে অভিনেতার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। তিনি লিখেছেন, আমাদের প্রিয় রাজেশ, যিনি প্রাণবন্ত উপস্থিতিতে মঞ্চ মাতিয়ে রাখতেন, বর্তমানে যান্ত্রিক সহায়তায় স্থির হয়ে শুয়ে আছেন। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করি। আমাদের দোয়া ও ভালোবাসা তাকে ফিরিয়ে আনবে।
রাজেশ কেশব টেলিভিশনে উপস্থাপক হিসেবে সুপরিচিত। সিনেমাতেও তিনি নিয়মিত অভিনয় করেন। তিনি বিউটিফুল, হোটেল কালিফোর্নিয়া, নি-না সহ একাধিক বক্স অফিস হিট সিনেমায় অভিনয় করেছেন।
এসএস/এসএন