তেহরান ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান চীনকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে অভিহিত করে বলেছেন, তেহরান ও বেইজিংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক কৌশলগত।
চীনে তার আসন্ন সফর উপলক্ষে এক ব্রিফিং সেশনে তিনি এসব কথা বলেন। সেখানে তিনি উল্লেখ করেন, চীনের কৌশলগত উদ্যোগ ‘বেল্ট অ্যান্ড রোড’-এর অগ্রগতির লক্ষ্যে ইরান গঠনমূলক ও আন্তরিক সহযোগিতায় আগ্রহী।
সেশনে ইরান ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতার গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পূর্বে স্বাক্ষরিত চুক্তি ও প্রকল্পগুলোর বাস্তবায়নের বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়। এছাড়া চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়নে বিশেষজ্ঞ পর্যায়ের পরামর্শ উপস্থাপন করা হয়।
তিনি বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশ হিসেবে ইরান চীনের জন্য একটি নির্ভরযোগ্য অংশীদার-বিশেষ করে একপাক্ষিকতার বিরোধিতায়।’
তিনি আরও বলেন, ইরান তার আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক গুরুত্বের কারণে চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে জোরালো ও গঠনমূলক সহযোগিতায় আগ্রহী।
ইএ/টিকে