মাসখানেক ধরেই সিনেইন্ডাস্ট্রির অন্দরে যশ-নুসরতের ডিভোর্সের জল্পনা। সম্প্রতি সেই বিচ্ছেদ-গুঞ্জনের পালে হাওয়া লাগতেই এবার অটুট দাম্পত্যের প্রমাণ দিতে মরিয়া তারকাদম্পতি। একফ্রেমে হাসিখুশি মুখে ধরা দিয়ে যশরতের বক্তব্য, ‘লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি।’
সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল, যশ নাকি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করেছেন!’ আর তাতেই ক্ষিপ্ত নুসরত জাহান। যদিও তারকাজুটি নিজেদের মান-অভিমানের খবর কাকপক্ষীতেও টের পেতে দেননি। সংবাদ প্রতিদিন-এর সাক্ষাৎকারেও অভিনেত্রী জানিয়েছিলেন যে, ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ। তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই কাটাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অন্যদিকে বুধবার গণেশ পুজোর আসরেও যশকে একাই দেখা যায়। এরপরই তাঁদের ডিভোর্সের গুঞ্জন টলিপাড়া থেকে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে নেটভুবনে। তবে লক্ষ্মীবারে একটি খুনসুটিমাখা ছবি শেয়ার করে যাবতীয় জল্পনা নস্যাতের চেষ্টা করেছেন যশ-নুসরত। যে ছবি নুসরতের বোনের বিয়ের অনুষ্ঠানে তোলা।

দিন কয়েক ধরেই নানা মহলে কান পাতলে শোনা যাচ্ছে, যশ নাকি তাঁর ‘প্রাক্তন’ প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে একটি বহুতলে ‘সহবাস’ করছেন। সব জানার পর নুসরত সিদ্ধান্ত নিয়েছেন, যশের সঙ্গে তিনি আর থাকবেন না। আর সেই কারণেই মঙ্গলবার, ছেলের জন্মদিনে ‘একা’ কাটালেন নায়িকা। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর এমনই। অভিনেত্রীর শেয়ার করা ছবিতেই দেখা গেল, সুইমিং পুলে ছেলে ঈশানের ঠোঁটে আদুরে চুম্বন নুসরতের। আশেপাশে নেই যশ। চব্বিশ ঘণ্টার ব্যবধানে নিজের গণেশ চতুর্থী উদযাপনের ঝলক দেখিয়েছিলেন অভিনেতাও। যেখানে পাশে দেখা যায়নি নুসরতকে।
শোনা গিয়েছে, যশ তাঁর প্রাক্তন প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে গত পাঁচ বছর ধরেই থাকছিলেন। নুসরতকে একাধিকবার এনিয়ে একাধিক লোক বলা সত্বেও প্রেমে ‘অন্ধ’ ছিলেন অভিনেত্রী। কান দিতে চাননি। ভরসা রেখেছিলেন নিজের ভালোবাসার উপর। কিন্তু সম্প্রতি পুরোটা জানতে পারেন নুসরত। মেনে নিতে পারেননি তিনি। ভেঙে পড়েছিলেন। তারপরেই নাকি যশের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত নেন নুসরত। এহেন জল্পনায় শোরগোল শুরু হতেই এবার একফ্রেমে হাসিখুশি মুখে ধরা দিলেন যশ-নুসরত।
টিকে/