বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে কেউ পার পাবে না। গত ৫৪ বছরে মানুষের মুক্তি আসেনি। মানুষের মুক্তি নিশ্চিত করতে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমাজে বিপ্লব সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবির দ্বাদশ খুলনা জেলা সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। আজ যারা মুক্তিযুদ্ধ-ইতিহাস-ঐতিহ্যকে বিতর্কিত করছে তারা প্রকারান্তে চব্বিশের গণ-অভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলছে।
তিনি বলেন, ‘শত শত মানুষের রক্তের ওপরে দাঁড়িয়ে ২৪ এর গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই আকাঙ্ক্ষাকে পদদলিত করা যাবে না। বামপন্থী এবং নির্দিষ্ট রাজনৈতিকরা এই আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবেন। পরাজিত করবেন সাম্প্রদায়িক অগণতান্ত্রিক আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী অপশক্তিকে।’
রুহিন হোসেন বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমাদের সামনে গণতান্ত্রিক ও বৈষম্যের সমাজের সংগ্রামকে অগ্রসর করার যে সুযোগ সৃষ্টি হয়েছিল আজ সরকারের ভূমিকা এবং মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক শক্তি আস্ফালনে তা প্রশ্নবিদ্ধ হতে চলেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে দেশের সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সিপিবির খুলনা জেলার সভাপতি ডাক্তার মনোজ দাসের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশিদ, শেখ আব্দুল হান্নান, শাহদাৎ হোসেন, অশোক সরকার, মিজানুর রহমান বাবু প্রমুখ।
ইউটি/টিএ