রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম তুলেছেন রাবি শাখা ছাত্রদলের ২৮ জন নেতা। তবে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করা হবে আগামী ৪ সেপ্টেম্বর।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে রাকসু কার্যালয় থেকে ফরম তোলেন তারা।
এ সময় ফর্ম নেন রাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল, জাহিন বিশ্বাস ইশা, দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন, মানবাধিকার সম্পাদক রাফায়াতুল ইসলাম রাবিতসহ মোট ২৮ জন প্রার্থী।
ফরম তোলার পর ছাত্রদল নেতারা বলেন, নির্বাচন ঘিরে সুষ্ঠুতা নিয়ে তাদের শঙ্কা রয়েছে। তাদের অভিযোগ, ইতোমধ্যে প্রশাসন কিছু প্রশ্নবিদ্ধ কাজ করেছে।
মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেয়ার স্বার্থে আজ মনোনয়ন তুললাম। প্যানেল ঘোষণা করা হবে ৪ সেপ্টেম্বর। সেদিন জানা যাবে কে কোন পদে থাকবেন।’
আবির হাসান হিমেল বলেন, ‘দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশে আমি ফর্ম তুলেছি। আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ নির্বাচনে জয়লাভ করব। তবে প্রশাসনের কাছে আমাদের কিছু দাবি রয়েছে। আমরা চাই, সেগুলো মেনে নেয়া হোক, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।’
দীর্ঘ ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় সম্প্রতি। ঘোষিত তফসিল অনুযায়ী গত পাঁচ দিন ধরে চলছে মনোনয়নপত্র বিতরণ।
প্রথম দিন থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা নির্বাচনী প্রতিশ্রুতি জানাতে শুরু করেছেন। বাড়ছে ছাত্রসংগঠনগুলোর উপস্থিতি।
৫ম দিনে এসে ছাত্রদলও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলো। এতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা নিতে হবে। এরপর যাচাই-বাছাই শেষে প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। ঘোষিত তফসিল অনুযায়ীই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত রাকসু নির্বাচন।
ইএ/টিকে