নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে রিভাকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে ফতুল্লার চাঁনমারী এলাকায় মাজারের সামনে লিংক রোডে আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা করে হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় আহত সোহেল আহমেদ জুম্মন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম রিভাকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। এরপর ২৫ আগস্ট নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালতে রিভাকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। ওইদিন উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সাইফুল ইসলাম বলেন, তামান্না জেসমিন রিভা হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। তাকে জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে; যা যাচাই বাছাই চলছে। প্রয়োজনে আবারও রিমান্ড আবেদন করতে পারি।
ইএ/টিকে