ভরা মঞ্চে এসে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে নিজের ক্রাশ বলে অভিহিত করেছেন সংগীতশিল্পী আমাল মালিক; দরাজ গলায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রতি তার ভালোলাগার কথা। যে মন্তব্য উঠে এসেছে আলোচনায়। সোশ্যাল মিডিয়ায় আমালের সেই মন্তব্য ভাইরাল।
সেখানে বহু তারকা প্রতিযোগীর সঙ্গে রয়েছেন সুরকার আমাল মালিকও। আর এবার ‘বিগ বস’-এর ঘরে এসে মনের কথা সাফ জানালেন সংগীতশিল্পী আমাল মালিক। তিনি বলেন, ‘শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন। আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর।
আমার সিনিয়র ছিলেন। ও খুবই ভালো মনের মানুষ। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। তাতে কোনো ফাঁক নেই।
আমাল আরও বলেন, “শ্রদ্ধার ‘স্ত্রী’ ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে গোটা সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিল আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরকার বলিউডের ভেতরের গোপন কেচ্ছা ফাঁস করে আলোচনায় উঠে আসেন আমাল। তাঁর কথায় উঠে আসে স্বজনপোষণের দিকও। তাঁর বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, সুশান্ত সিং রাজপুতের যে পরিণতি হয়েছিল, কার্তিক আরিয়ানেরও একই পরিণতি করার চেষ্টা করেন অনেকে।
সেই নিয়ে অনেক জলঘোলা হলেও বর্তমানে বিতর্কের আড়ালে আমাল।
ইএ/টিকে