যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, গত ১৬ বছর আমাদের ওপর যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে, সবাইকে আমাদের চেনা আছে। তাদের বিচার হতেই হবে। এ সরকার যদি মনে করে, তাদের বিচার করতে সময় লাগবে, তাহলে তাদেরকে আমাদের ওপর ছেড়ে দেন, বিচার আমরাই করব।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন বিএনপি, অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে লিচুবাগান বাস স্টেশন চত্বরে এক জনসভায় এসব কথা বলেন তিনি।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ এক আওয়াজে বলছে ভারতের গোলামি করবে না। বাংলাদেশের জনগণ দিল্লির কাছে কখনো মাথানত করবে না। আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরা ঠিক করব। একইভাবে রাঙ্গুনিয়ার মানুষ তাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরা ঠিক করবে। তারেক রহমান দেশে আসার আগেই রাঙ্গুনিয়ার নেতৃত্ব কে দেবে এবং রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্ব কে করবেন তা ঠিক করে নেবেন।

তিনি আরও বলেন, যাদের সঙ্গে রাঙ্গুনিয়ার মানুষের সম্পর্ক নেই, শহরে বসে বসে সিদ্ধান্ত দেয় কমিটিতে কারা আসবে। তাদের বলে দিতে চাই, এ কমিটির ব্যবসা আমরা করি না। এসব কমিটি আমরা মানি না। জনগণ ঠিক করবে তাদের নেতৃত্ব কে দেবে। যারা বিএনপিকে দুর্বল করতে চাচ্ছে, তাদের জায়গা রাঙ্গুনিয়ায় নেই৷

বিএনপির এ নেতা বলেন, আপনারা তারেক রহমানের ওপর ভরসা রাখেন। দলের নেতাদের ওপর ভরসা করবেন। আশা করি সামনের নির্বাচনে বিপুল ভোটে বিএনপিকে জয়লাভ করিয়ে, বিএনপির সদস্যকে এমপি হিসেবে সংসদে পাঠাবেন। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের রাজনীতিতে বিশ্বাস করে।

কর্মীদের উদ্দেশে হুমাম কাদের বলেন, রাউজান না রাঙ্গুনিয়া এ স্লোগান দিয়ে টিটকারি মারা হয়, আজ আমি বলছি রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া। ১৮ বছর বয়স থেকে আমি রাঙ্গুনিয়ার ভোটার৷ যদি মোকাবিলা করতে হয় সামনাসামনি দাঁড়াও। সালাহউদ্দিন কাদের চৌধুরী বাঘ ছিল। তার গর্জন আপনারা শুনেছেন। আমি সেই বাবার সন্তান।

তিনি বলেন, কর্মীদের বলব, আমাদের মাথা নত করতে হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। যাতে মাথা উঁচু করে বলতে পারি আমরা জিয়ার সৈনিক। আমাদের দলকে কখনও ছোট হতে দেব না।

জনসভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা শওকত আলী নূর, অ্যাডভোকেট কামাল হোসেন, হাজী ইলিয়াস সিকদার, নিজামুল হক তপন, সৈয়দ ফজলুল করিম মিনা, নুরুল আমিন তালুকদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউসুফ চৌধুরী, হেলাল উদ্দিন শাহ।

আরও উপস্থিত ছিলেন মো. ইসমাইল, আবদুল করিম চৌধুরী, জাহাঙ্গীর এলাহী, বাবলু বড়ুয়া, ভিপি আনছুর উদ্দিন, মাকসুদুল হক চৌধুরী, মো. সোলেমান, মুজিবুল হক, ইউসুফ সিকদার, মো. ওসমান, মো. আইয়ুব, মো. শোয়েব কাদের, সোলেমান সালমান, নাসির উদ্দিন, মো. ইরফান, সাজ্জাদ হোসেন খোকা, মো. আজাদ, জসিম উদ্দিন সিকদার, মো. ফরিদ, আবদুল মান্নান মনু, মোজাহেরুল ইসলাম, আলমগীর চৌধুরী, মো. পারভেজ, মো. শওকত, গাজী মোহাম্মদ নাজিম, মো. মোজাম্মেল, মো. মানিক।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আগামী ৭-৮ বছরের মধ্যে রোহিঙ্গা ইস্যু আঞ্চলিক সমস্যা হিসেবে দেখা দেবে: পররাষ্ট্র উপদেষ্টা Aug 29, 2025
img
টমেটো ১৪০, কাঁচা মরিচ ২০০, সবজির চড়া দামে নাভিশ্বাস ক্রেতাদের Aug 29, 2025
img

এশিয়া কাপ হকি

মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারল বাংলাদেশ Aug 29, 2025
img
মুক্তির আগেই বাজিমাত, আন্তর্জাতিক পুরস্কারে মোড়ানো ‘অর্জুন চক্রবর্তী’ Aug 29, 2025
img
নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ গতানুগতিক, বিভ্রান্তিমূলক: জামায়াত Aug 29, 2025
img
আবারও যুদ্ধের সতর্কবার্তা ইরানের Aug 29, 2025
img
চাকরিজীবী থেকে বলিউড নায়িকা হয়ে উঠলেন অভিনেত্রী সোহা Aug 29, 2025
img
শুটিং সেটে বিশৃঙ্খলা, আয়ুষ্মান-সারার ঝগড়া ভাইরাল Aug 29, 2025
img
আটালান্টার হয়ে মাঠে নামার আগে সামাজিকমাধ্যমে বার্তা দিলেন সাকিব Aug 29, 2025
img
জর্জিয়ার পেইজ ইউইং জিতলেন মিসেস আমেরিকার মুকুট Aug 29, 2025
img
সবচেয়ে বড় সমস্যা নিরপেক্ষভাবে ভোট অনুষ্ঠান : কাদের সিদ্দিকী Aug 29, 2025
img
জাহ্নবী-বরুণের জুটি নিয়ে নতুন ছবির টিজার প্রকাশ Aug 29, 2025
img
পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান সিইসির Aug 29, 2025
img
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর দোহা, ঢাকার অবস্থান ১৬তম Aug 29, 2025
img
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে Aug 29, 2025
img
‘মঞ্চ ৭১’ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ১ সপ্তাহের আল্টিমেটাম Aug 29, 2025
img
উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, ভেঙে পড়ল ঘরবাড়ি Aug 29, 2025
img
বাংলাভাষীদের বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্তা, বিজেপিকে উৎখাতের ডাক দিলেন মমতা Aug 29, 2025
img
মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা ব্যক্তিদের বার্তা দিতেই মব হয়েছে : মাসুদ কামাল Aug 29, 2025
img
‘দুই বাচ্চার মা’ বলে দেবের মন্তব্য, ক্ষুব্ধ শুভশ্রী Aug 29, 2025