ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির নেতা মফিজুর রহমান মুকুল। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে নবীনগর পৌর এলাকার আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
মফিজুর রহমান (৫২) নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর থেকে মফিজুর রহমান দলীয় প্রচারপত্র বিতরণসহ অন্যান্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যায় তিনি উপজেলা বিএনপির কার্যালয়ে যান এবং রাত ৮টার দিকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ঠিক সেই সময়, আদালতপাড়া এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে। দুটি গুলি তার পিঠে এবং একটি কোমরের নিচে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর, তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, মফিজুর রহমানের পিঠে দুটি এবং কোমরের নিচে একটি গুলি লেগেছে। তার অবস্থার সংকটজনক হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, 'ঘটনাটি শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত জানা যাবে।' স্থানীয়রা জানায়, মফিজুর রহমান বিএনপির একজন পরিচিত নেতা এবং তার ওপর এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যেই হতে পারে বলে তাদের সন্দেহ। তবে হামলাকারীদের সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
এসএস/টিএ