বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ‘গত ১৬ বছর ছিল লুণ্ঠনের ইতিহাস। অবশেষে আন্তর্জাতিক আইন অনুসারে বিচার হয়েছে শেখ হাসিনার। গতকাল (১৭ নভেম্বর) তাকে ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এটি সৃষ্টিকর্তার কাছ থেকে পাওনা শাস্তি।
মানুষ এ শাস্তি দিত না। যেহেতু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সাধারণ মানুষকে অনেক কষ্ট দিয়েছে তাই দেশের আইনের ফলে এ শাস্তি। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে বাংলাদেশে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এভাবে ভয়াবহ নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন হয়নি। এই রিপোর্টের ভিত্তিতেই প্রধানত শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে।’
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র, ছাত্রদের অভিভাবক ও রাজনৈতিক দলের কর্মীসহ সবাই মিলে যে বিশাল গণ-অভ্যুত্থানের সূচনা করেছেন এতে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে।’
শেখ হাসিনার আমলে যে তিনটা নির্বাচন হয়েছে একটাতেও মানুষ ভোট দিতে পারেনি। বিরোধী মতের প্রার্থীকে বন্দি রেখে শেখ হাসিনা ইলেকশন করেছে।
২০১৮ সালে সব ভোট রাতেই দিয়ে দিয়েছে, জনগণের ভোটের জন্য তারা অপেক্ষা করেনি। তারা ভেবেছে যে এভাবেই দিন চলবে। তারা ভেবেছে পৃথিবী বিলুপ্ত হওয়া পর্যন্ত এভাবে অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় বসবে। ক্ষমতায় বসে কী করেছে; শুধু লুণ্ঠন আর লুটপাট। বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের হত্যা ও গুম করেছে।
মেজর হাফিজ বলেন, ‘একটা রাজনৈতিক দল আছে জামায়াতে ইসলামী। ১৯৪৭ সালে তারা অখণ্ড ভারতের পক্ষে ছিল। ১৯৭১ সালে বাংলাদেশর স্বাধীনতার বিরোধিতা করেছে। এরা সব সময়ই জনগণের বিরুদ্ধে থাকে। জনগণের প্রতি এদের কোনো মায়া-মমতা নেই। ধর্মভিত্তিক রাজনীতি করে, অনেক অবাস্তব কথাবার্তা বলে। মুসলমানদের বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে সরাসরি বেহেশতে চলে যাবেন। এ সব কথাবার্তা বলার কোনো সুযোগ নেই।’
মতবিনিময়সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরপি/এসএন