১৯ নভেম্বর, ২০২৫, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অমর দিন রূপে চিহ্নিত হলো। সুপারস্টার রাজিনীকান্ত তার চলচ্চিত্রজীবনের সোনালি ৫০ বছর সম্পূর্ণ করেছেন। এ উপলক্ষে হিন্দুস্তান টাইমস একটি বিশেষ উদ্যোগ নিয়েছে; তারা তার সামনের পৃষ্ঠা পুরোপুরি রূপান্তরিত করে ‘রাজিনীকান্ত টাইমস’ প্রকাশ করেছে, যেখানে তার ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অপূর্ব রাগঙ্গল’ থেকে শুরু করে প্যান-ইন্ডিয়ার সুপারস্টার হওয়ার অবিশ্বাস্য যাত্রা তুলে ধরা হয়েছে।
এই বিশেষ শ্রদ্ধা প্রদর্শনী মুহূর্তে ভাইরাল হয়ে যায়। দেশব্যাপী চলচ্চিত্রপ্রেমী, অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা এই আন্তরিক শ্রদ্ধাজ্ঞাপনকে প্রশংসা করেছেন। রাজিনীকান্তের প্রভাব শুধুমাত্র সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয়; তিনি এক সাংস্কৃতিক প্রতীক, যার মাধুর্য এবং বিনয় বহু প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। এই সোনালি জুবিলি কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো ভারতীয় চলচ্চিত্রের জন্য গর্বের মুহূর্ত।
আরপি/এসএন