সিলেটে অভিযান চালিয়ে জেলা বিএনপি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে সিলেট নগরীর দুটি ভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সেলিম মিয়া। আনোয়ার হোসেন মানিককে তার নিজ বাসা থেকে এবং মো. সেলিম মিয়াকে সিলেট নগরীর পীরমহল্লা এলাকার বাসা থেকে আটক করা হয়। পরে তাদেরকে মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
বিষয়টি দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, সেনাবাহিনীর একটি দল দুটি স্থানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তাদের কাছ থেকে কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আইকে/টিএ