ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসন থেকে মোট তিনজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, যশোর-১ (শার্শা) আসনে স্বতন্ত্র আবুল হাসান জহির, যশোর-৪ (বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে স্বতন্ত্র ফারহান সাজিদ এবং যশোর-৩ (সদর) আসনে এনসিপির প্রার্থী খালিদ খালিদ সাইফুল্লাহ জুয়েল।
তবে মঙ্গলবার রাতে যশোর-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তারপর প্রার্থিতা প্রত্যহারের ঘোষণা দেন।
তিনি জানান, উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছিলেন তিনি। নির্দিষ্ট সময়ের পরে তিনি আবেদন করেছেন এই অভিযোগ এনে তার প্রার্থিতা প্রত্যাহার করা হয়নি। তার প্রার্থিতা প্রত্যাহার হলে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াবে ৩৩।
নির্বাচনে ৩৪ চূড়ান্ত প্রার্থী হলেন, যশোর-১ শার্শা আসনে জাতীয় পার্টি জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তিয়ার রহমান, বিএনপির নুরুজ্জামান লিটন এবং জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান।
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে স্বতন্ত্র মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফন্টের শামছুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বাসদের ইমরান খান, এবি পার্টির রিপন মাহমুদ, বিএনপির সাবিরা সুলতানা এবং স্বতন্ত্র জহুরুল ইসলাম (সংবাদ সম্মেলনে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন)।
যশোর-৩ (সদর) আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতে ইসলামীর আব্দুল কাদের, জাতীয় পার্টির খবির গাজী, সিপিবি’র রাশেদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শোয়াইব হোসেন এবং জাগপার নিজামউদ্দীন অমিত।
যশোর-৪ আসনে স্বতন্ত্র এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টির জহুরুল হক, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন, বিএনপির মতিয়ার রহমান ফারাজী, খেলাফত মজলিসের আশেক এলাহী এবং জামায়াতে ইসলামীর গোলাম রসুল।
যশোর-৫ (মণিরামপুর) আসনে বিএনপির রশীদ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, স্বতন্ত্র শহীদ ইকবাল হোসেন এবং জাতীয় পার্টির এম এ হালিম।
যশোর-৬ (কেশবপুর) আসনে জাতীয় পার্টির জিএম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোক্তার আলী, এবি পার্টির মাহমুদ হাসান এবং বিএনপির আবুল হোসেন আজাদ।
এসএস/টিএ