‘বিগ বস্’-এর ঘরে অঙ্কিতা লোখন্ডের সঙ্গে তাঁর শাশুড়ির সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। প্রকাশ্যে শাশুড়ির সঙ্গে মনোমালিন্যও হয়েছিল তাঁর। বাস্তবে শাশুড়ির সঙ্গে সম্পর্ক মোটেই ভাল নয়, এমনই অনুমান ছিল দর্শকের। এমনকি, ভিকি জৈনের সঙ্গেও তাঁর সম্পর্ক খুব ভাল নয়, এমন জল্পনাও তৈরি হয়েছিল। এ বার অঙ্কিতা নিজেই জানালেন তাঁর শাশুড়ি কেমন?
রঞ্জনা জৈন অর্থাৎ ভিকির মায়ের জন্মদিন। সেই উপলক্ষে বেশ কিছু কথা তুলে আনেন অঙ্কিতা। শাশুড়ির সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “আমার মিষ্টি শাশুড়ি মা। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। আপনি যে ভাবে এই ঘর সামলেছেন, আমিও সেই ভাবেই এই সংসারকে আগে নিয়ে যাব বলে প্রতিজ্ঞা করি।”
নিজের শাশুড়িকে খুব শক্তিশালী বলে মনে করেন অঙ্কিতা। অভিনেত্রীর কথায়, “ভবিষ্যতেও আপনি সুস্থ থাকুন। আজ হয়তো আপনি বাড়িতে একা আছেন। কিন্তু আমাদের সকলের ভালবাসা আপনার সঙ্গে রয়েছে। আপনার মতো শাশুড়ি ভাগ্য করে পেতে হয়। আপনাকে মন থেকে ধন্যবাদ।”
২০২১ সালে ভিকি জৈনকে বিয়ে করেছিলেন অঙ্কিতা লোখন্ডে। একসঙ্গে দম্পতি হিসাবে তাঁরা ‘বিগ বস্’-এর ঘরে গিয়েছিলেন। গত বছর একটি দুর্ঘটনার মুখে পড়েছিলেন ভিকি। তাঁর হাতে কাচের টুকরো ঢুকে পড়ায় হাসপাতালে ছুটতে হয়েছিল। ৪৫টি সেলাই পড়েছিল। সেই সময়ে স্বামীর জন্য অঙ্কিতা লিখেছিলেন, “চিন্তা কোরো না। আমরা সমস্ত ঝড়ে একসঙ্গে হাঁটব। সব যুদ্ধ একসঙ্গে লড়ব। যা-ই হয়ে যাক একসঙ্গে থাকব। তুমিই আমাকে শক্তি দাও, তুমিই আমাকে শান্ত করো। তুমি আমার চিরকালের। আমিও তোমার জন্য ঠিক তা-ই।”
টিজে/টিএ