ছবি: সংগৃহীত
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা পড়বে, এটা স্বাভাবিক। তবে অনেকের ক্ষেত্রেই খুব কম বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। এর পেছনে রয়েছে কিছু ভুল স্কিন কেয়ার অভ্যাস। সচেতন হলে ত্বক দীর্ঘদিন তরতাজা ও মসৃণ রাখা সম্ভব।
বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রায় কিছু পরিবর্তন ও নিয়মিত যত্নই পারে বলিরেখাকে দূরে রাখতে। নিচে এমন কয়েকটি কারণ দেওয়া হলো, যেগুলো অবহেলা করলে সময়ের আগেই ত্বকে বয়সের ছাপ পড়ে যেতে পারে।
১। এক্সফোলিয়েশন না করা
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে জমে থাকা মৃত কোষের পরিমাণও বেড়ে যায়। এতে ত্বক নিষ্প্রাণ ও রুক্ষ দেখায়। নিয়মিত এক্সফোলিয়েশন না করলে এই মৃত কোষ ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয় এবং বলিরেখার কারণ হয়ে দাঁড়ায়।
২। ময়েশ্চারাইজার ব্যবহার না করা
অনেকেই মনে করেন শুধু শুষ্ক ত্বকের মানুষদেরই ময়েশ্চারাইজার প্রয়োজন। কিন্তু এটা ভুল ধারণা। সব ধরনের ত্বকেই আর্দ্রতা বজায় রাখা জরুরি। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার না করলে ত্বক শুষ্ক হয়ে পড়ে, যা বলিরেখা পড়ার অন্যতম কারণ।
৩। সানস্ক্রিন ব্যবহারে অবহেলা
সানস্ক্রিন ব্যবহার না করলে ত্বক সূর্যের অতিবেগুনি রশ্মিতে ক্ষতিগ্রস্ত হয়। এতে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায় এবং বলিরেখা পড়ে দ্রুত। তাই বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত জরুরি।
এসএস