চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় গুলিবিদ্ধের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আকবর হোসেন প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর (৩২) মারা গেছেন।
আজ রবিবার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক। তিনি বলেন, ‘গত শুক্রবার (২৩ মে) গুলিবিদ্ধ অবস্থায় আকবরকে চমেক হাসপাতালে আনা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টায় আইসিইউতে মারা যান তিনি।’
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গা সমুদ্র সৈকতে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবরসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছিল পুলিশ। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। আধিপত্য বিস্তারের জেরে তাকে গুলি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
আরএম/এসএন