আনচেলত্তি ব্রাজিল যাচ্ছেন, শিগগিরই স্কোয়াড ঘোষণা

দুই মেয়াদে ছয় বছরে রিয়াল মাদ্রিদকে ১৫টি শিরোপা জিতিয়েছেন কার্লো আনচেলত্তি। গতকাল তিনি শেষবারের মতো ক্লাবটির ডাগআউটে দাঁড়িয়ে ছিলেন। রিয়াল সোসিয়াদের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পরই তাকে দেওয়া হয় আনুষ্ঠানিক বিদায়। এই সময় কার্লোর সঙ্গে অশ্রুসিক্ত হয়েছিল পুরো সান্তিয়াগো বার্নাব্যু শিবির। এবার নতুন অধ্যায় শুরুর পালা। আগামী ৪৮ ঘণ্টার মাঝেই ব্রাজিলে পৌঁছে আনচেলত্তির স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নেওয়ার পরই হাতা গুটিয়ে ব্রাজিলের পথ ধরতে চলেছেন আনচেলত্তি। আজ (রোববার) রাতেই তার রিও ডি জেনেইরোতে পা দেওয়ার কথা রয়েছে। শহরে পৌঁছেই তিনি সেলেসাওদের আসন্ন ম্যাচের স্কোয়াড যাচাই-বাছাই করবেন। এরপরই সোমবার দেওয়া হতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির প্রথম মিশন ব্রাজিলকে বিশ্বকাপ বাছাইপর্ব পার করা। কনমেবল অঞ্চলে এখন তারা চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ সময় জুনের ৬ তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে আনচেলত্তির। এরপর ঘরের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ ১১ জুন। আসন্ন দুই ম্যাচের জন্য এরইমাঝে নাকি প্রাথমিক স্কোয়াডও নির্ধারণ করে ফেলেছেন ইতালিয়ান এই কোচ। সেই স্কোয়াডের সম্ভাব্য কয়েকটি নাম গণমাধ্যমের বরাতে ফাঁস–ও হয়েছিল।

ব্রাজিলের ৫৪ সদস্যের প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করার কথা বলা হয়েছে ও গ্লোবো’র প্রতিবেদনে। যেখান থেকে ৩১ জনকে ছাটাই করে চূড়ান্ত করা হবে ২৩ জনের নাম। দলে জায়গা পাওয়া ফুটবলারদের নিয়ে আনচেলত্তি অনুশীলন শুরু করবেন ২ জুন থেকে। স্বভাবতই আনচেলত্তির সম্ভাব্য দলে শুরুর দিকে থাকতে পারে রিয়ালে খেলা কয়েকটি নাম। ফিলিপে এন্ড্রিক, রদ্রিগো গোয়েস এবং সম্প্রতি ইনজুরিতে পড়া ভিনিসিয়ুস জুনিয়র ডাক পাবেন বলে অনেকটাই নিশ্চিত।

কয়েকদিন আগে সংবাদমাধ্যম ‘টিএনটি স্পোর্টস ব্রাজিল’ বলেছিল, প্রাথমিক তালিকায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে ছয়জন (লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন এবং পেদ্রো) খেলোয়াড়, সান্তোসের একজন (নেইমার) ফরোয়ার্ড, এবং সাও পাওলো থেকে একজন (অস্কার) মিডফিল্ডার রয়েছেন। আর এই ৮ জনের মধ্যেই আছেন অস্কার। যিনি সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন ২০১৬ সালে।

প্রসঙ্গত, ২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম পূর্ণ মেয়াদে কোনো বিদেশি কোচ হচ্ছেন আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি। তিনজন কোচ হয়েছিলেন সাময়িক মেয়াদে।

এফপি/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করার ব্যাপারটা পরিষ্কার নয়:রিজভী May 25, 2025
img
পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন মুস্তাফিজুর রহমান May 25, 2025
img
সরকারি কর্মচারীদের ১৪ কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া যাবে, অধ্যাদেশ জারি May 25, 2025
এসব ছেলেমানুষি আপনাকে মানায় না, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে দুদু May 25, 2025
img
সরকারের বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করা উচিত : প্রিন্স May 25, 2025
‘বিএনপি রাস্তায় নামলে ইউনূস সাহেব ২৪ ঘণ্টা টিকবে না May 25, 2025
img
আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না : ড. ইউনূসের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব May 25, 2025
img
সেনা জওয়ান দেখতে পেলেই তাদের পা স্পর্শ করা উচিত:শ্রেয়া ঘোষাল May 25, 2025
img
উড়াল দিলেন জয়া-শাকিব, গন্তব্য কলকাতা May 25, 2025
img
সুষ্ঠু নির্বাচন না হলে আমি নিজেকে অপরাধী বোধ করবো: প্রধান উপদেষ্টা May 25, 2025
img
এ বছর হজের খুতবা দেবেন কাবার ইমাম ড. সালেহ May 25, 2025
img
পুঁজিবাজার ডাকাতদের আড্ডাখানায় পরিণত হয়েছে : শফিকুল আলম May 25, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব রয়েছে তা সম্পূর্ণ করেই যেতে হবে:জোনায়েদ সাকি May 25, 2025
img
আবারও বিয়ে করছেন হিরো আলম, কে হবেন নতুন স্ত্রী? May 25, 2025
img
শিল্পের শক্তি নজরুলের শক্তি, জাতীয় কবির স্মৃতিচিহ্ন সংরক্ষণে কাজ করবে সরকার : উপদেষ্টা ফারুকী May 25, 2025
img
নির্বাচন স্বচ্ছ করতে যেন মনিটরিং কমিটি গঠন করা হয় : হাসান হাফিজ May 25, 2025
img
স্বৈরাচার সব ছিদ্র বন্ধ করলেও পতনের ছিদ্র বন্ধ করতে পারে না : ডা. শফিকুর রহমান May 25, 2025
img
'ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব',অবসর নিয়ে ধোনি May 25, 2025
বিএনপি ছাড়া ক্ষমতায় আসার মতো আর কোনো দল নেই দেশে: ফুয়াদ May 25, 2025
পদত্যাগ করতে ৫ আগস্ট শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা: চিফ প্রসিকিউটর May 25, 2025