ভারতের হয়ে খেলার স্বপ্ন ২০১৯ সালেই পূরণ হয়েছে শুবমান গিলের। এবার দলকে নেতৃত্ব দেওয়ারও সুযোগ পাচ্ছেন তিনি। রোহিত শর্মার অধ্যায় শেষে যে তার অধীনেই নতুন যুগ শুরু করতে যাচ্ছে ভারত।টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়ার পর আজ নিজের চিন্তা-ভাবনা প্রকাশ করেছেন গিল।
নেতৃত্ব পাওয়াকে পরম সম্মানের বলে জানিয়েছেন এই ওপেনার। বিসিসিআই ডট টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রোহিত-কোহলিদের দেওয়া ব্লুপ্রিন্টে ভারতকে পথ দেখাবেন।নেতৃত্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ পেয়েছেন গিল। কেননা তার অধিনায়কত্বের শুরুটা ইংল্যান্ড সফর দিয়ে হচ্ছে।
সেই সফর নিয়ে ২৫ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘রোহিত, কোহলি ও অশ্বিন ভাইরা আমাদের নীল নকশা দিয়েছেন। কিভাবে ঘরের বাইরে ম্যাচ ও সিরিজ জিততে হয়। আমাদের লক্ষ্য একটাই সেটা বাস্তবায়ন করতে হবে। যেহেতু আমাদের হাতে নীল নকশা আছে সেহেতু আমরা জানি কিভাবে ঘরের বাইরে ম্যাচ ও সিরিজ জিততে হয়।
অধিনায়ক হিসেবে প্রত্যেক খেলোয়াড়ের সেরাটা বের করে আনতে তাদের সুযোগ দিতে চান বলে জানিয়েছেন গিল। তিনি বলেছেন, ‘একজন অধিনায়ক ও নেতা হিসেবে জানতে হবে কখন পদক্ষেপ নিতে হবে। সঙ্গে খেলোয়াড়দের জায়গাও দিতে হবে। কারণ প্রত্যেকের জীবন এবং গড়ে ওঠা ভিন্ন। প্রত্যেকের স্বতন্ত্র ব্যক্তিত্ব রয়েছে।
একজন ভালো নেতা হিসেবে জানা উচিত কোন দিকগুলো থেকে তার খেলোয়াড়রা সেরা পারফরম্যান্স করতে পারে।’পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি আগামী ২০ জুন লিডসে শুরু হবে।
এমআর/টিএ