রিয়েলিটি শো ‘স্বয়ম্বর মিকা দি বোটি’তে অংশ নিয়ে নিজের জীবনসঙ্গিনী খুঁজছিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিকা সিং। সেই শোয়ের মঞ্চেই প্রতিযোগীদের পেছনে ফেলে মিকার মন জয় করেন অভিনেত্রী আকাঙ্ক্ষা পুরি। পুরোনো বন্ধু ছিলেন তাঁরা, পরিচয় প্রায় তেরো-চৌদ্দ বছরের। একসময় তাঁদের মধ্যে সম্পর্কও ছিল। সেই পুরোনো বন্ধুত্ব থেকেই স্বয়ম্বরের মঞ্চে আকাঙ্ক্ষার গলায় মালা পরান মিকা।
তবে শো শেষ হওয়ার পর থেকে তাঁদের সম্পর্ক আর টেকেনি। শোনা গিয়েছিল, ছয় মাসের মধ্যে বিয়ের পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু সেই বিয়ে আর বাস্তবায়িত হয়নি।
এরপর আকাঙ্ক্ষার সঙ্গে একাধিক পুরুষের নাম জড়ালেও কোনও সম্পর্কই পরিণতি পায়নি। আকাঙ্ক্ষা বলেন, তিনি সব সময় একজন শক্তিশালী, সাহসী পুরুষকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছেন। কিন্তু বারবার জীবনে এসেছে ‘ইঁদুরের মতো ভীতু’ পুরুষ।
তবুও থেমে থাকেননি আকাঙ্ক্ষা। সম্পর্ক না টিকলেও মাতৃত্বের ইচ্ছা তাঁকে এক নতুন পথ দেখিয়েছে। নিজের ভবিষ্যতের কথা ভেবে বছর চারেক আগে থেকেই ডিম্বাণু সংরক্ষণ করছেন তিনি। আকাঙ্ক্ষা বলেন, ‘‘এক সময় মাকে বলেছিলাম, জীবনে একটা নিরাপত্তা চাই। কারও উপর নির্ভর করতে চাই না। তবে সারাজীবন একাও থাকতে চাই না। একটা সন্তান চাই।’’
সন্তান তাঁর জীবনের ভবিষ্যৎ হতে পারে— এই ভাবনা থেকেই মাতৃত্বের সিদ্ধান্ত। যদিও এত দিন চুপ ছিলেন তিনি। আকাঙ্ক্ষার কথায়, সমাজের সমালোচনার ভয়ে বিষয়টি গোপন রেখেছিলেন। তবে এখন খুশি তিনি। কারণ পরিবার পাশে রয়েছে তাঁর।
এমআর/টিএ