বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।মঙ্গলবার (২৭ মে) রাজধানীর পল্লবীর বাউনিয়া বাধে সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দিরের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, পতিত স্বৈরাচার সরকার গত ১৭ বছর অসাম্প্রদায়িকের নামে সাম্প্রদায়িককে বেশি প্রাধান্য দিয়েছিল। তখন তারা হিন্দু সম্প্রদায়ের ওপরে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপির নামে চালিয়ে দিতো। গত ১৭ বছর এসবই করছিল আওয়ামী লীগ।
বিএনপি একটি সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা যারা মুসলমান রয়েছি, আপনারা যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ বিভিন্ন ধর্মের ধর্মাবলম্বী রয়েছেন। আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি স্বপ্নের মানবিক-সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি সুন্দর সমাজ গড়তে চাই।
এসময় উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী রাম মন্দির নির্মাণ কমিটির সভাপতি রাইচরন রবিদাস, সাধারণ সম্পাদক রনীল চন্দ্র দাস, কোষাধ্যক্ষ সুজন রবিদাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহানগর উত্তর বিএনপি সদস্য সাজ্জাদ হোসেন মোল্লাসহ অন্যান্যরা।
এমআর/টিএ