সিলেটের কানাইঘাট উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শিহাব উদ্দিন (৪২) নামে এক শ্রমিক নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নে হামলার এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়েছে। নিহত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন।
তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শিহাব নিজের ব্যবসায়িক কাজে বাড়ির পাশের একটি সমিলের পাশে অবস্থান করছিলেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিহাব উদ্দিনের বড় ভাই মাসুক উদ্দিন অভিযোগ করে বলেন, ‘ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আমার ভাইকে খুন করা হয়েছে। খুনিরা চিহ্নিত এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’
হত্যার বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, ‘শিহাব উদ্দিন খুনের সংবাদ পেয়ে আমরা রাতে ঘটনাস্থলে যাই। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’
এসএম/টিএ