কারিগরি গোলযোগের কারণে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের দিকে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ফেসবুক পোস্টে জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটের দিকে মেট্রোরেল আবার চালু হয়েছে।
যাত্রীদের চলাচলে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে। এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ধৈর্য্যধারণ ও সহযোগিতার জন্য যাত্রী সাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
এসএন