আবারও আলোচনার কেন্দ্রে সুশান্ত সিং রাজপুতের নাম। তবে এবার প্রসঙ্গে উঠে এসেছেন বলিউডের আরেক তরুণ মুখ কার্তিক আরিয়ান। গায়ক ও সুরকার অমাল মালিক সম্প্রতি এক পডকাস্টে মন্তব্য করেছেন, বলিউডে ‘বহিরাগত’ হওয়ায় কার্তিক আরিয়ানের পরিণতি একদিন সুশান্তের মতোই হতে পারে। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বলিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক।
অমাল বলেন, “ভাল মানুষের সঙ্গে খুব খারাপ হয়েছে। সুশান্তের সঙ্গেও যেমন হয়েছিল, একই জিনিস এখন পরোক্ষভাবে কার্তিক আরিয়ানের সঙ্গেও ঘটছে। সে অনেক লড়াই করে, হাসিমুখে, নাচের মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছে। কিন্তু কেউ কেউ চায় না, সে এগিয়ে যাক।”
এই পডকাস্ট ভাইরাল হতেই পডকাস্টের সঞ্চালককে হুমকি দেওয়া শুরু হয়েছে। কেউ কেউ চাইছেন, অমালের এই মন্তব্য মুছে ফেলতে হবে। সঞ্চালকের দাবি, প্রতিদিন তিনি একাধিক হুমকি বার্তা পাচ্ছেন। তাঁকে বলা হচ্ছে, দ্রুত এই অংশ ডিলিট না করলে বিপদে পড়বেন।
তবে সঞ্চালক হাল ছাড়েননি। এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, “এই কথোপকথন পূর্ব পরিকল্পিত ছিল না। কারও নাম আগে থেকে ঠিক করে নেওয়া হয়নি। কার্তিকের জনসংযোগ সংস্থার কোনো ভূমিকা নেই। এই পডকাস্ট বাস্তব, স্বচ্ছ আর সৎ— এবং আমি একে সরাব না। একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছে সত্যটাই গুরুত্বপূর্ণ।”
এছাড়াও অমাল পডকাস্টে বলিউডের অন্ধকার দিক নিয়েও মুখ খোলেন। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে অনেক চক্র রয়েছে যারা ‘আউটসাইডার’দের টিকে থাকতে দিতে চায় না। তাঁদের সফলতা চোখে দেখতে পারে না অনেকে।
এই ঘটনার পর থেকে সোশাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। কেউ অমালের সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন, কেউ আবার প্রশ্ন তুলেছেন— এমন মন্তব্য কি অযথা উত্তেজনা ছড়াচ্ছে না?
এই নিয়ে কার্তিক আরিয়ান এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে বি-টাউনের অনেকেই মনে করছেন, সুশান্তের পর কার্তিক যেন আরেকটি লক্ষ্যে পরিণত না হন— এখন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।