পরপর ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে  ২০ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে টাইগাররা।


তানজিম হাসান তামিম অবশ্য ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন মারকুটে ব্যাটিংয়ে। কিন্তু ১৩ বলে ১৭ রানেই বোল্ড হয়ে ফেরেন। এরপর ইনসাইডেজে বোল্ড হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩ বল খেলে খুলতে পারেননি রানের খাতা।

শেষ খবর পাওয়া পযন্ত ৯ ওভার ২ বল শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। পারভেজ ইমন ২৫ এবং তাওহীদ  হৃদয় ৭ রানে অপরাজিত আছেন।


এর আগে ৭ উইকেটে ২৮৫ রান তুলে শ্রীলঙ্কা। একটা সময় মনে হচ্ছিল, লঙ্কানদের রান ৩০০-৩৫০ হয়ে যাবে। ৪০ ওভার পর্যন্ত তেমন অবস্থানেই ছিল স্বাগতিক দল। তবে শেষের দিকে ভালো বোলিং করেছে টাইগাররা।
৪০ ওভার শেষে শ্রীলঙ্কার বোর্ডে ছিল ৩ উইকেটে ২২২ রান। পরের ৭ ওভারে দারুণ বোলিং করে বাংলাদেশ। লঙ্কানরা নিতে পারে মাত্র ৩৭ রান, হারায় ৪ উইকেট। সবমিলিয়ে শেষ ১০ ওভারে মোটে ৬৩ রান দিয়েছে বাংলাদেশ।

পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। লঙ্কান শিবিরে শুরুতেই আঘাত হানেন তানজিম হাসান সাকিব। নিশান মাদুশকার উইকেট তুলে নিয়েছেন তিনি। লঙ্কান ওপেনারকে ১ রানের (৬ বলে) বেশি করতে দেননি ডানহাতি টাইগার পেসার।

শুরু থেকেই ব্যাট হাতে সংগ্রাম করছিলেন মাদুশকা। তাসকিনের বলে কয়েকবার পরাস্ত হয়েছিলেন তিনি। অবশেষে ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের প্রথম বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন লঙ্কান ব্যাটার।
আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা অবশ্য সেট হয়ে গিয়েছিলেন। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কাকে থামান আগের ম্যাচের নায়ক তানভীর ইসলাম। তাকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে পারভেজ হোসেন ইমনের সহজ ক্যাচ হন নিশাঙ্কা।

এরপর ১৬ রান করে কামিন্দু মেন্ডিস এলবিডব্লিউ হন মেহেদী হাসান মিরাজের বলে। ১০০ রানে তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে চতুর্থ উইকেটে চারিথ আসালাঙ্কাকে নিয়ে সেঞ্চুরি জুটি গড়েন কুশল মেন্ডিস। ১১৭ বলে ১২৪ রান তোলেন তারা। মেন্ডিস সেঞ্চুরি, আসালাঙ্কা করেন হাফসেঞ্চুরি।

অবশেষে ইনিংসের ৪১তম ওভারে জুটিটি ভাঙেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের লো ফুলটস হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন আসালাঙ্কা। ৬৮ বলে ৯ বাউন্ডারিতে তিনি করেন ৫৮ রান।
জানিথ লিয়ানাগে আবারও ধীরগতিতে শুরু করেছিলেন। তবে ১৭ বলে ১২ করেই তাকে দুর্ভাগ্যজনক আউটের শিকার হতে হয়। মিরাজের বলে পেছনে খেলতে গিয়ে পা দিয়ে স্টাম্প ভেঙে দেন তিনি, ফেরেন হিটউইকেট হয়ে।

পরের ওভারে শ্রীলঙ্কা হারায় তাদের সেঞ্চুরিয়ানকে। শামীম পাটোয়ারীর বলে টপএজ হন কুশল মেন্ডিস। শামীম নিজেই দৌড়ে গিয়ে বলটি তালুবন্দি করেন। ১১৪ বলে ১৮ বাউন্ডারিতে কুশলের দুর্দান্ত ইনিংসটি ছিল ১২৪ রানের।
শেষদিকে দুশমন্ত চামিরা ৮ বলে ১০ আর ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৪ বলে অপরাজিত ১৮ করেন।
তাসকিন আহমেদ ৫১ রানে আর মেহেদী হাসান মিরাজ ৪৮ রানে নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট শিকার তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম আর শামীম পাটোয়ারীর। মোস্তাফিজুর রহমান ১০ ওভারে ৫২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
পিছিয়ে গেল ‘স্পেশাল অপস ২’-এর মুক্তির তারিখ Jul 09, 2025
img
খেলা ছেড়ে কোচিংয়ে নামছেন নারী ফুটবলার সানজিদা আক্তার! Jul 09, 2025
img
এক সিরিজেই তিনবার অলআউট হলো বাংলাদেশ Jul 09, 2025
img
সালমান-আনিসুলসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেফতার Jul 09, 2025
img
সেই শরীফকে চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ Jul 09, 2025
img
বিজয় দেবরাকোন্ডার স্পাই থ্রিলার ‘কিংডম’ মুক্তি পাচ্ছে ৩১শে জুলাই! Jul 09, 2025
img
ট্রাম্পের এক ঘোষণায় বেকায়দায় মোদী সরকার Jul 09, 2025
img
পরিচালক হিসেবেও চমক দিচ্ছেন অরিজিৎ, রূপকথার ছবি নিয়ে ফের ক্যামেরার পিছনে Jul 09, 2025
img
বোন-ভগ্নিপতিকে শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন সালমান Jul 09, 2025
img
তেলের বিনিময়ে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম নিচ্ছে ইরান Jul 09, 2025
img
সঠিক অডিট ছাড়া অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়: গভর্নর Jul 09, 2025
img
হজ শেষে দেশে ফিরলেন ৮০ হাজার ৫০০ হাজি Jul 09, 2025
img
সন্ধ্যার মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আশঙ্কা Jul 09, 2025
img
পবিত্র কাবা ধোয়া হবে বৃহস্পতিবার Jul 09, 2025
img
অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য : নুসরাত ফারিয়া Jul 09, 2025
img
বীরভূমের দানিশকে বাংলাদেশে পুশইন, আদালতে যাচ্ছে তৃণমূল Jul 09, 2025
img
রিশাদকে একাদশে না রাখার পেছনের কারণ জানাল অধিনায়ক মিরাজ Jul 09, 2025
img
টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৫ নেতা বহিষ্কার Jul 09, 2025
img
বন্যায় নেপাল-চীন সীমান্তে প্রাণ গেল ৮ জনের, নিখোঁজ অন্তত ৩১ Jul 09, 2025
img
যুক্তরাষ্ট্র-চীনের ওপর নির্ভরতার অবসান ঘটাতে হুঁশিয়ারি ম্যাক্রোঁর Jul 09, 2025