এবার পর্দায় তরবারি হাতে এক যুদ্ধরাণীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। বলিউডের পাওয়ারহাউস এই অভিনেত্রীকে নিয়ে দক্ষিণের সুপারহিট পরিচালক অ্যাটলির পরবর্তী সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলারে গড়ে উঠছে এক বিশাল কল্পবিশ্ব—যেখানে দীপিকা শুধু এক চরিত্রই নন, বরং পুরো গল্পের হৃদপিণ্ড।
১০০০ কোটি রুপির বাজেটের এই সিনেমার নাম আপাতত ‘AA22xA6’। এখানে দীপিকাকে দেখা যাবে এক ফাইটিং ফিট যুদ্ধরাণীর চরিত্রে। নির্মাতারা ইতিমধ্যে এই চরিত্রের একটি ঝলক প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দীপিকাকে দেখা যায় অ্যাটলির সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে আলোচনায়। ক্যাপশনে লেখা ছিল—“A queen ready to conquer।” এর থেকেই পরিষ্কার, এটি একাধারে শক্তিশালী, প্রভাবশালী ও নারীকেন্দ্রিক চরিত্র।
এই চরিত্রটি দীপিকার জন্য এক নতুন ধারা। কারণ, এখানে তাকে VFX-নির্ভর উচ্চমাত্রার অ্যাকশনে দেখা যাবে, যেখানে তিনি কেবল রাণী নন, বরং গোটা সায়েন্স ফিকশন ইউনিভার্সের কেন্দ্রবিন্দু।
সিনেমাটির অভিনয়শিল্পী তালিকাও কম চমকপ্রদ নয়। আল্লু অর্জুন এখানে চারটি ভিন্ন চরিত্রে অভিনয় করছেন। আরও রয়েছেন রশ্মিকা মন্দানা, ম্রুণাল ঠাকুর ও জানভি কাপুর। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি এই সিনেমার শুটিং শুরু হবে।
এদিকে দীপিকা তার সাম্প্রতিক পেশাগত সিদ্ধান্তগুলোর মাধ্যমে নিজের পছন্দ ও অবস্থান স্পষ্ট করছেন। ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়িয়েছেন চুক্তিগত ও সৃজনশীল মতভেদের কারণে। আবার ‘কাল্কি ২’-এ তাঁকে বাদ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে।
যুদ্ধ, রাজনীতি, প্রযুক্তি ও পুরাণের মিশেলে তৈরি এই প্রজেক্টটি হতে চলেছে এক মহাকাব্যিক প্রযোজনা। আর এই প্রজেক্টে দীপিকার আগমন—বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির সংমিশ্রণে সৃষ্ট এক অভূতপূর্ব সৃষ্টির দিগন্ত উন্মোচন করছে।
এসএন