ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী।
রবিবার (১৩ জুলাই) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কালিবাড়ির বাসভবনে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়েছে।
এদিকে উপজেলা বিএনপির সম্মেলনের নির্বাচনী ফলাফল স্থগিত করেছে জেলা বিএনপি। পয়গাম আলী জানান, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের নির্বাচন শেষে ভোট গণনা শেষ হওয়ার আগেই কয়েকজন প্রার্থী নিজেরাই নিজেদের বিজয়ী ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালায়।
এ সময় সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক টি এম মাহবুবুর রহমানসহ তাদের সমর্থকরা নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের ভোট গণনা কক্ষে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং চূড়ান্ত ফলাফল শিটে স্বাক্ষর করার জন্য চাপ সৃষ্টি করেন।
শিটে স্বাক্ষর না করা হলে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করা হয়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনের গাড়িতে হামলা চালানো হয়। বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করলে পরিস্থিতি শান্ত হয়।
সম্মেলনে নির্বাচনের কোনো স্বাক্ষরিত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নাই।
পয়গাম আলী আরো জানান, সম্মেলনকে কেন্দ্র করে যেসব নেতাকর্মী ন্যক্কারজনক ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং আইনবিরোধী কর্মকাণ্ড করেছেন। তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউটি/এসএন