মাগুরায় ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
রোববার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলমখালী রামনগর পার্কিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার গৌরিচরনপুর গ্রামের আওয়াল মোল্ল্যার ছেলে ভ্যানচালক সাগর মোল্যা (৪৫) ও সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৫)।
পুলিশ জানায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন নামের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে মাগুরার দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি রাস্তা সংলগ্ন ব্রিজের নিচের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাগর মারা যান। দুর্ঘটনায় আহত তিন ভ্যানযাত্রীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রেশমার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহন হন। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহ ও মাগুরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।
মাগুরার রামনগর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুবর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এমকে/টিএ