রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকার জার্মান দূতাবাস।
সোমবার (২১ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ শোকবার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় বহু প্রাণহানি হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। আমরা নিহতদের পরিবার ও পুরো স্কুল কমিউনিটির প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
এতে আরও বলা হয়, গভীর শোকের এ সময়ে বাংলাদেশের মানুষের পাশে আমরা আছি। একইসঙ্গে এই মর্মান্তিক ঘটনায় যারা প্রথমে উদ্ধারকাজে অংশ নিয়েছেন এবং চিকিৎসাসেবা দিয়েছেন, তাদের সাহস ও সহমর্মিতার প্রশংসা করি।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আছড়ে পরে বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই নামে প্রশিক্ষণ বিমানটি। দোতলা ভবনের নিচ তলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধবিমানের ট্যাংক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীরা।
পরে হতাহতদের নিয়ে হাসাপাতালে ছুটে একের পর এক অ্যাম্বুলেন্স। এ ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। তাদের মধ্যে ২৫ জনই শিশু শিক্ষার্থী।
এমআর/টিকে