পাকিস্তানকে গুঁড়িয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮ রানে জয়লাভ করেছে টাইগাররা। এই জয়ের ফলে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ, এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হলো সিরিজ জয়।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ।
লো স্কোরিং ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৩৩ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জাকের আলী অনিক।
এছাড়া ২৫ বলে ৩৩ রান করেন শেখ মেহেদী হাসান। জবাব দিতে নেমে ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শেষ দিকে লড়াই অব্যাহত রাখেন ফাহিম আশরাফ। ম্যাচটাও প্রায় ঘুরিয়েই দিচ্ছিলেন। ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলা ফাহিমকে ফেরান রিশাদ হোসেন। ১২৫ রানে অলআউট হয়ে ৮ রানে ম্যাচ হারে পাকিস্তান।
ম্যাচ শেষে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করেছেন ফাহিম আশরাফ। সংবাদ সম্মেলনে ফাহিম বলেছেন, ‘সুযোগ পেলে আমি চেষ্টা করেছি রান নিয়ে নেওয়ার। আমরা সবাই জানি, মুস্তাফিজ বিশ্বমানের বোলার। (ব্যাটিংয়ে) আমি নিজের প্ল্যান অনুযায়ী যেতে চেয়েছি। যে এই বোলারের ওভারে কত রান নিব পরের ওভারে কত নিব। চেয়েছিলাম রিশাদের ওভারে যত বেশি রান তুলে ফেলা যায়। শেষ ওভারের জন্য যত কম রান রাখা যায়।’
অভিষিক্ত আহমেদ দানিয়েলকে নিয়ে ফাহিম বলেন, ‘সে ভালো অলরাউন্ডার। সামনেও দেখবেন ইনশাল্লাহ। ব্যাটিং ভালোই করে সে। পাকিস্তানের সবাই জানে সে ভালো ব্যাট করে। আগেও ভালো করেছে।’
সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ২৪ জুলাই।
এমআর/এসএন