যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে স্থানীয় সময় সোমবার একটি অফিস ভবনে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নিউইয়র্ক সিটির বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হন। চারজনের মধ্যে শুধু দিদারুলের পরিচয় প্রকাশ করা হয়েছে।

বন্দুকধারী ব্যক্তি চারজনকে হত্যার পর নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এ ঘটনাকে ‘ঘৃন্য’ এবং ‘জঘন্য কাজ’ হিসেবে অভিহিত করেছেন।

৪৪ তলা ভবনটিতে বন্দুকধারী হামলা চালানোর পর সেটিতে লকডাউন আরোপ করা হয়। ওই ঘটনার সময় ব্যস্ত নিউইয়র্কে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যেভাবে হত্যা করা হয় দিদারুলকে-
রক্তক্ষয়ী এ ঘটনা শুরু হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে। ওই সময় একটি কালো বিএমডব্লিউ গাড়ি নিউইয়র্কের অন্যতম ব্যস্ত সড়ক পার্ক অ্যাভিনিউতে থামে।

বন্দুকধারী এক ব্যক্তি ওই গাড়ি থেকে একটি এম-৪ রাইফেল নিয়ে নামেন। এরপর তিনি ‘৩৪৫ পার্ক অ্যাভ’ নামে ৪৪ তলা ভবনটিতে প্রবেশ করেন। ভবনটির লবিতে ঢুকেই ডান দিকে ঘুরে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে গুলি করে হত্যা করেন।

এরপর বন্দুকধারী এক নারীকে গুলি করেন। তিনি একটি পিলারের পেছনে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিলেন। নারীকে গুলি করে লবি দিয়ে ‘গুলি করতে করতে’ হেঁটে যেতে থাকেন হামলাকারী। এরপর সিকিউরিটি ডেস্কে থাকা এক নিরাপত্তারক্ষীকে গুলি করেন হামলাকারী। তখন তিনি লিফটের বোতামে চাপ দেন। একই সময় লবিতে আরেক ব্যক্তিকে গুলি করেন বন্দুকধারী।

হামলাকারী লিফট থেকে এক নারীকে নেমে যেতে দেন। তার কোনো ক্ষতি করেননি। এরপর লিফটে করে ৩৩ তলায় যান হত্যাকারী। সেখানে গিয়ে আরেক নারীকে গুলি করে তারপর নিজের বুকে গুলি চালান তিনি।

পুলিশ কমিশনার জেসিকা এস. টিশ জানিয়েছেন, ৩৩ তলায় রুডিন ম্যানেজমেন্ট কোম্পানির অফিস অবস্থিত। যেটি ভবনটি পরিচালনা করত।

বন্দুকধারী কেন ওই ভবনে হত্যাযজ্ঞ চালালেন সেটি এখনো নিশ্চিত নয়।

নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের বয়স ছিল মাত্র ৩৬ বছর। তিনি বাংলাদেশি ইমিগ্রেন্ট ছিলেন। নিউইয়র্ক সিটি পুলিশে তিন বছরের বেশি সময় ধরে কাজ করছিলেন তিনি। হামলার দিন তার ডিউটি ছিল ব্রঙ্কসের ৪৭ প্রিসেঙ্কটে। কিন্তু হামলার সময় তিনি ৩৪৫ পার্ক অ্যাভ ভবনে কাজ করছিলেন।

দিদারুলের দুই সন্তান রয়েছে। তার স্ত্রী গর্ভবতী। তিনি তৃতীয় সন্তানের বাবা হতেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার দিদারুল সম্পর্কে বলেছেন, “আমরা তাকে যে কাজ করতে বলেছিলাম তিনি সেই কাজই করছিলেন। তিনি নিজেকে ঝুঁকির পথে রাখেন। তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তাকে ঠান্ডা মাথায় গুলি করা হয়েছে। তিনি হিরো হিসেবে বেঁচে ছিলেন, মারাও গেছেন হিরো হিসেবে।”

ওই বন্দুকধারীর পরিচয় জানতে পেরেছে পুলিশ। তার নাম শেন তামুরা। ২৭ বছর বয়সী এই হত্যাকারী লাস ভেগাসের বাসিন্দা। নেভাডা রাজ্যে তার অস্ত্রের লাইসেন্স রয়েছে। এছাড়া তার মানসিক সমস্যার রেকর্ডও রয়েছে। তবে মানসিক সমস্যার কারণে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন কি না সেটি নিশ্চিত নয়।

ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটানোর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়িয়েছেন তিনি। সর্বশেষ নিউইয়র্কে এসে মানুষ খুন করেছেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Share this news on:

সর্বশেষ

img
বৃহস্পতিবারই শেষ হচ্ছে দলগুলোর আয়-ব্যয়ের হিসাব দেওয়ার সময় Jul 30, 2025
img
টি-টোয়েন্টি সিরিজ খেলতে বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস Jul 30, 2025
img
গোপালগঞ্জে ডিসির বাসভবনে হামলার ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের Jul 30, 2025
img
কিউবার অন্তর্ভুক্তি দেশের ক্লাব ফুটবলে ভিন্ন মাত্রা যোগ করবে: ইমরুল Jul 30, 2025
img
গোপালগঞ্জের পুলিশদের নিয়ে প্রতিরাতে নিজ বাসায় বৈঠকে বসতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী Jul 30, 2025
img
শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী ,আদালতে সাবেক আইজিপি মামুনের জবানবন্দি Jul 30, 2025
img
২ দিন আগেই অস্ট্রেলিয়ায় সফরে যাচ্ছে বাংলাদেশ Jul 30, 2025
img
সুপারহিরো প্রেমীদের জন্য বাংলাদেশে আসছে ‘ফ্যান্টাস্টিক ফোর’ Jul 30, 2025
img
কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ সমর্থকদের ওপর হামলার ঘটনায় আহত ১২ Jul 30, 2025
img
স্বৈরাচার মুক্ত হলেও এখনো দেশের গণতন্ত্র ফেরেনি: ফখরুল Jul 30, 2025
img
১০টির বেশি সিম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ Jul 30, 2025
img
এখনো স্বৈরাচার ওত পেতে আছে, নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের Jul 30, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে: পার্থ Jul 30, 2025
img
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 30, 2025
img
কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৫ প্রকৌশলী ও ১ স্থপতিকে বরখাস্ত Jul 30, 2025
img
ভূমিকম্পের মাঝেও অপারেশন চালিয়ে যাওয়া ডাক্তারদের রাষ্ট্রীয় সম্মাননা Jul 30, 2025
যে আমল অসুস্থ অবস্থায় করতে হয় Jul 30, 2025
img
বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন Jul 30, 2025
ঞ্জয়ের কোটি কোটি টাকার উত্তরাধিকার নিয়েও চলছে বিস্তর জলঘোলা Jul 30, 2025
রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ফের ছন্দপতন Jul 30, 2025