৪০ দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা ফি মওকুফ করল শ্রীলঙ্কা

পর্যটক বৃদ্ধির লক্ষ্যে শ্রীলঙ্কা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ভারতসহ বিশ্বের ৪০টি দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা ফি মওকুফ করেছে। এর মধ্যদিয়ে এসব দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ আরও সহজ হবে মনে করা হচ্ছে।

অর্থনীতি পুনরুদ্ধানের লক্ষ্যে সম্প্রতি পর্যটন উন্নয়নে বাড়তি নজর দিয়েছে শ্রীলঙ্কা। এর অংশ হিসেবে দেশের পর্যটন স্থানগুলো উন্নয়নের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। তারই ধারাবাহিকতায় এবার বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করা হলো।

ট্রাভেল অ্যান্ড লেইজার এশিয়ার এক প্রতিবেদন মতে, গত সপ্তাহে শ্রীলঙ্কার সরকার ভিসা ফি মওকুফ বিষয়ক সিদ্ধান্ত অনুমোদন করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এই পদক্ষেপের কথা নিশ্চিত করেন। তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে সরকারের কিছু আর্থিক ক্ষতি হতে পারে। তবে তিনি মনে করেন, বেশি পর্যটক এলে সেই ক্ষতি পুষিয়ে যাবে।

এর আগে ভারত, চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপান- এই সাত দেশের জন্য ভিসা ফি মওকুফ সুবিধা চালু ছিল। ২০২৩ সালের মার্চ মাস থেকে এই সাত দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ৩০ দিনের পর্যটন ভিসা প্রদান করছে।

প্রাথমিকভাবে ছয় মাসের পাইলট প্রোগ্রামটি পরে সম্প্রসারিত করা হয়। ওই কর্মসূচি আরও বাড়ানো হল। তালিকায় যুক্ত হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইরান ও পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশ।

এখন যারা দক্ষিণ এশিয়ার বাইরে থেকে শ্রীলঙ্কায় ভ্রমণে যায়, তাদের ৫০-৬০ ডলার পর্যন্ত ভিসা ফি দিতে হয়। নতুন নিয়ম চালু হলে এই খরচের আর প্রয়োজন হবে না।

শ্রীলঙ্কা সরকার চলতি বছর দেশটিতে ৩০ লাখ পর্যটকের আগমন নিশ্চিত করে ৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করেছে। গত বছর দেশটিতে ভ্রমণ করেছিল প্রায় ২০ লাখ ৫০ হাজার পর্যটক এবং সেখান থেকে আয় হয়েছিল প্রায় ৩ বিলিয়ন ডলার। শ্রীলঙ্কা ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সংখ্যায় ভারত প্রথম স্থানে রয়েছে। তালিকায় এর পরই রয়েছে যুক্তরাজ্য ও রাশিয়া।

গত মার্চে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে শ্রীলঙ্কা নতুন প্রচারণা শুরু করে। সেই প্রচারে বিভিন্ন দেশের ১২ জন ভ্রমণ ভ্লগারকে আমন্ত্রণ জানানো হয়। তাদের দিয়ে শ্রীলঙ্কা নিজেদের বিভিন্ন ভ্রমণ স্থানের কথা বিশ্বের সামনে তুলে ধরে।

রিপোর্ট মতে, চলতি বছর এখন পর্যন্ত শ্রীলঙ্কায় ১৩ লাখ পর্যটক ভ্রমণ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৪ শতাংশ বেশি। তবে জুলাই মাসে ক্যানডির বিখ্যাত এসালা পেরাহেরা উৎসব থাকলেও পর্যটকের সংখ্যা আশানুরূপ হয়নি। দেশটি আশা করেছিল, এই উৎসব উপলক্ষে ২ লাখ ৭৭ হাজার পর্যটক ভ্রমণ করবে। তবে পর্যটক এসেছিল মাত্র ১ লাখ ৪৫ হাজার।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বেলা দে রুপে পোস্টারে চমক দিলেন ঋতুপর্ণা Aug 01, 2025
img
পিআর নির্বাচন নিয়ে বিএনপিকে প্রশ্ন করলেন ইসলামী আন্দোলনের নেতা Aug 01, 2025
img
সাঙ্ক্রান্তিতে মুক্তি পাচ্ছে প্রভাসের হরর-কমেডি ‘রাজা সাব’ Aug 01, 2025
img
নেতানিয়াহুর দেশের সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধের ঘোষণা স্লোভেনিয়ার Aug 01, 2025
img
বাংলাদেশের ওপর থেকে ১৫ শতাংশ শুল্ক কমালো যুক্তরাষ্ট্র Aug 01, 2025
img
ডিসেম্বরের নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকার গঠন মিয়ানমারে Aug 01, 2025
img
লুডু বোর্ড থেকে অনুপ্রাণিত পোশাকে নজর কাড়লেন কীর্তি সুরেশ Aug 01, 2025
img
নেতানিয়াহুর দেশ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী Aug 01, 2025
img
কুয়েতে বিপাকে ১৩০ বাংলাদেশি শ্রমিক Aug 01, 2025
img
র‌্যাম্পে সাহসী ও ভবিষ্যতধর্মী পোশাকে নজর কাড়লেন খুশি কাপুর Aug 01, 2025
img
‘বাঘি ৪’ শেষে দক্ষিণী পরিচালকের সঙ্গে নতুন ছবিতে টাইগার শ্রফ Aug 01, 2025
img
৮ আগস্টের মধ্যে রাশিয়ার যুদ্ধ শেষ করার চুক্তি চান ট্রাম্প Aug 01, 2025
img
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর শুক্রবার গাজা সফরে যাচ্ছেন মার্কিন দূত উইটকফ Aug 01, 2025
img
২০ বছর পর বড় পর্দায় ফিরছে বিদ্যা বালানের ‘পরিণীতা’ Aug 01, 2025
img
কুমিল্লায় ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ Aug 01, 2025
img
বিশৃঙ্খলার পরিকল্পনায় তাঁতী লীগ নেতা সাইদুল ঢাকায় গ্রেফতার Aug 01, 2025
img
বিশ্বাসশূন্যতা রাজনীতির সবচেয়ে বড় ভ্যাকুয়াম : জিল্লুর রহমান Aug 01, 2025
img
তখন এত কষ্ট দিয়েছে বলেই আরও বিপ্লবী হয়েছি: রবিউল ইসলাম নয়ন Aug 01, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 01, 2025
'মিডিয়ায় অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি দেখা যাচ্ছে' Aug 01, 2025