বক্স অফিসে কয়েকবার হোঁচট খাওয়ার পর নিজের অ্যাকশন হিরোর ইমেজে পরিবর্তন আনতে এবার দক্ষিণী ইন্ডাস্ট্রির দিকেই ঝুঁকছেন টাইগার শ্রফ। ‘বাঘি ৪’-এর কাজ শেষ করে কন্নড় নির্মাতা এ. হর্ষার সঙ্গে ছবির অভিজ্ঞতা নিতে না নিতেই নতুন এক দক্ষিণী পরিচালকের সঙ্গে জুটি বাঁধলেন টাইগার।
এই নতুন অ্যাকশনধর্মী ছবির পরিচালক তামিল নির্মাতা শচীন রবি। এটি হবে তার বলিউডে প্রথম ছবি। শচীনের ঝুলিতে আছে ‘অবনে শ্রীমন্নারায়ণ’-এর মতো ব্যতিক্রমধর্মী ছবি এবং ‘কিরিক পার্টি’র মতো সুপারহিট সিনেমার সম্পাদনার অভিজ্ঞতা। ফলে অ্যাকশন ছবিতে নতুন মাত্রা যোগ করার ব্যাপারে তার দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই। আর এই ভিন্ন স্বাদের কাজে টাইগার শ্রফ নিজেকে নতুনভাবে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।
ছবিটি প্রযোজনা করছেন মুরাদ খেতানি। শুরু থেকেই পরিকল্পনা বড় ক্যানভাসে। আন্তর্জাতিক মানের স্টান্ট টিম যুক্ত হচ্ছে ছবিটির অ্যাকশন দৃশ্যপট তৈরিতে। সব ঠিক থাকলে ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু হবে টানা ৪৫ দিনের শুটিং।
‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির ব্যর্থতা এখনও টাইগারকে তাড়িয়ে বেড়াচ্ছে। এমন এক সময়ে এই নতুন ছবির ঘোষণা তাঁকে ঘুরে দাঁড়ানোর সাহস দিচ্ছে। এই প্রজেক্ট যদি দর্শকের ভালোবাসা পায়, তবে এটি হতে পারে টাইগারের ক্যারিয়ারের নতুন মোড়।
এই বছরের শেষ ভাগেই মুক্তি পাবে টাইগারের আরেক প্রতীক্ষিত ছবি ‘লাগ যা গলে’, যেখানে তার বিপরীতে রয়েছেন জাহ্নবী কাপুর। তাই বলা যায়, ২০২৫ সালটাই হতে পারে টাইগার শ্রফের জন্য পরীক্ষার বছর। একদিকে বলিউড, অন্যদিকে দক্ষিণের টাচ দর্শক এখন অপেক্ষায় টাইগার কতটা বদলাতে পারেন নিজেকে।
এমকে/টিএ