এশিয়া কাপে জায়গা না পাওয়া ও অবসর প্রসঙ্গে মুখ খুললেন শামি

সাম্প্রতিক সময়ে একজন ভারতীয় ক্রিকেটার এবং আরেকজন আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন। কানাঘুষা চলছে আরও কয়েকজনের অবসর নিয়ে। সেই তালিকায় আছেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ শামিও। এমন প্রসঙ্গ উঠতেই তিনি ‘কার জীবনে পাথর হয়ে আছেন’ বলে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এ ছাড়াও এশিয়া কাপসহ সাম্প্রতিক সময়ে জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে কথা বলেছেন শামি। 

গত মার্চে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী এই পেসার। এরপর কোনো দ্বিপাক্ষিক সিরিজ কিংবা এশিয়া কাপের স্কোয়াডেও তার জায়গা হয়নি। ঠিক ওই সময়ই শামির অবসর নিয়ে জানতে চাওয়া হয় নিউজ২৪–এর এক সাক্ষাৎকারে। জবাবে তিনি বলেন, ‘আমাকে নিয়ে যদি কারও সমস্যা থাকে সেটা বলুক। মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি কার জীবনে বাধা হয়েছি যে তারা আমার অবসর কামনা করে?’

এরপর ভারতীয় নির্বাচকদের সমালোচনা করে শামি বলেন, ‘যেদিন খেলতে ভালো লাগবে না, আমি সরে যাব। যখন বিরক্ত লাগবে, টেস্টের জন্য ৭টায় উঠতে ইচ্ছা করবে না, তখন অবসরের মতো চিন্তা আসতে পারে। আপনি চাইলে আমার ভোর ৫টায় উঠতেও সমস্যা নেই। আপনারা আমাকে দলে নিচ্ছেন না, তবুও আমি কঠোর পরিশ্রম করে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে না নিলে, ঘরোয়া টুর্নামেন্টে খেলব। কোথাও না কোথাও খেলবই। গত দু’মাস ধরে ট্রেনিং করেছি। ওজন কমিয়েছি। অনেক বেশি পরিশ্রম করেছি। ছন্দ ফিরে পাওয়া আর লম্বা স্পেলে বল করাটাই আমার লক্ষ্য।’



চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে ভারতের জার্সিতে দীর্ঘ সময় পর ফিরেছিলেন শামি। আইসিসির ইভেন্টটিতে তিনি ছিলেন যৌথভাবে দেশটি সর্বোচ্চ (সবমিলিয়ে দ্বিতীয়) উইকেটশিকারি বোলার। বরুণ চক্রবর্তী ও শামি ৯টি করে উইকেট শিকার করেন। এরপর আইপিএলও খেলেছেন এই পেসার। তবে আলোচনা উঠেছিল তার সম্পূর্ণ ফিট থাকা নিয়ে। ক্যারিয়ারের শেষদিকে এসে ইনজুরির সমস্যা থাকলেও, এখনও ক্রিকেট ভালোবাসেন বলেও জানান ডানহাতি পেসার, ‘আমি এখনও খেলাটাকে ভালোবাসি। যখন আর তেমন অনুভূতি থাকবে না তখন নিজ থেকে সরে যাব। তার আগপর্যন্ত নিজের লড়াই চালিয়ে যাব।’

ক্যারিয়ারে অপূর্ণতা বলতে ওয়ানডে বিশ্বকাপ ট্রফির কথা উল্লেখ করেছেন ১৯৭ আন্তর্জাতিক ম্যাচে ৪৬২ উইকেট নেওয়া এই ভারতীয় তারকা, ‘আমার একমাত্র স্বপ্ন দেশের হয়ে (ওয়ানডে) বিশ্বকাপ জেতা। ২০২৩ আসরে আমি খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ট্রফিটা আমাদের কপালে ছিল না। তবে আমি ২০২৭ সালে সেখানে থাকতে চাই।’

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ভারতীয় স্কোয়াডে নেই শামি। সে কারণে জাতীয় দলের সতীর্থরা যখন টুর্নামেন্টটির প্রস্তুতি নিচ্ছেন, তখন এই তারকা পেসার ঘরোয়া প্রতিযোগিতা দলীপ ট্রফিতে কামব্যাক করার জন্য মুখিয়ে আছেন। 

এমআর/এসএন  

Share this news on:

সর্বশেষ

img
বিচ্ছেদ জল্পনা তুঙ্গে উঠতেই বড় ইঙ্গিত যশরত জুটির Aug 28, 2025
img
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড! Aug 28, 2025
img
ইরানের নির্ভরযোগ্য অংশীদার চীন: পেজেশকিয়ান Aug 28, 2025
img
১৮ মাসে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু Aug 28, 2025
img
এক বছরের মধ্যে পাকিস্তানের ক্রিকেট বদলে দেওয়ার আশ্বাস পিসিবি চেয়ারম্যান নাকভির Aug 28, 2025
img
রমনার ডিসি মাসুদের সেই ছবিটি এআই দিয়ে তৈরি : ডিএমপি Aug 28, 2025
img
উপসচিব পদে পদোন্নতি আরও ২৬৮ কর্মকর্তার Aug 28, 2025
img
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ Aug 28, 2025
img

রুমিন ফারহানা

ভোটের বাক্সে জামায়াত যে হাইপ তুলেছে সেটার সঙ্গে বাস্তবতার মিল নেই Aug 28, 2025
img
এই প্রথম রাজনৈতিক দলগুলোকে রোহিঙ্গা ইস্যুতে সম্পৃক্ত করা হয়েছে : উপ-প্রেস সচিব Aug 28, 2025
img
ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে ‘ক্রাশ’ বলায় আলোচনায় আমাল মালিক Aug 28, 2025
img
ভোটের প্রচারে গিয়ে পরিচয়, বিয়ে করলেন দুই এমপি Aug 28, 2025
img
রিমান্ড শেষে ইডেন ছাত্রলীগ সভাপতি রিভাকে কারাগারে পাঠানোর আদেশ Aug 28, 2025
img
হাসপাতালে বেগম খালেদা জিয়া Aug 28, 2025
img
কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ ইসির Aug 28, 2025
img
অবশেষে প্রতারণা-জালিয়াতির মামলা থেকে মুক্তি মিলল ব্ল্যাটার-প্লাতিনির Aug 28, 2025
img
জানুয়ারিতে আসছে প্রভাসের নতুন চমক! Aug 28, 2025
img
রাতের পার্টিতে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতায় বিপাশা, দেখে ফেলেছিলেন জন Aug 28, 2025
img
স্ট্রোকের রোগীদের জন্য বিনামূল্যে ১৭ কোটি টাকার ওষুধ আনলেন ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ান Aug 28, 2025
img
প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে আমাদের সময় দিতে হবে : ফাওজুল কবির Aug 28, 2025