কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ছবি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম এক ছাত্রের মুখ চেপে ধরে আছেন। ছবিটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে।
ডিএমপি জানিয়েছে, কে বা কারা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ছবিটি তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। ছবিটি গভীরভাবে পর্যবেক্ষণ করে বোঝা যায়, এটি পুরোটাই এআই দিয়ে তৈরি এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় এ কথা জানান।
তিনি জানান, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এমন ছবি তৈরি ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ডিএমপি। একই সঙ্গে, এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে।
ইউটি/টিএ