৬ কোটি টাকার ম্যাক্সওয়েল,স্কোরবোর্ডে ‘চুপচাপ’!

খেলাধুলা
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ১৫:৩০:২৩
ছবি: সংগৃহীত
অনেকদিন থেকেই ব্যাট হাতে দারুণ অধারাবাহিকতায় ভুগছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই ধারাবাহিকতা তিনি চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও টেনে নিয়েছেন। ২০২৪ আসরে পুরোদমে ব্যর্থ এই অস্ট্রেলিয়ান তারকাকে এবারের মেগা নিলামের আগে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নতুন ঠিকানা পাঞ্জাব কিংসেও সেই একই দশা ম্যাক্সওয়েলের। রিকি পন্টিংয়ের দলটি তাকে কিনেছিল ৬ কোটি টাকায় (৪.২০ কোটি রুপি)।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব চলতি মৌসুমে দারুণ ভারসাম্যপূর্ণ দল। পারফর‌ম্যান্সে তার পুরো ছাপ রয়েছে। যদিও আগের ম্যাচে হার এবং গতকাল নিজেদের সর্বশেষ খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর পাঞ্জাবের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলের চারে। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ হারে তাদের বর্তমান পয়েন্ট ১১। গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করে আইয়ারের দল ২০১ রান তুলেছিল। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১ ওভারের বেশি হতে পারেনি।

সবমিলিয়ে পাঞ্জাবের এবারের আইপিএল খুব একটা খারাপ কাটছে বলা যায় না। অথচ ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সত্ত্বেও দুটি ম্যাচ বাদে নিয়মিতই তাদের একাদশে থাকছেন ম্যাক্সওয়েল। কোচ রিকি পন্টিংয়ের কারণেই তিনি এত সুযোগ পাচ্ছেন কি না সেই আলোচনাও চলছে। এখন পর্যন্ত ৭ ম্যাচের ৬টিতে ব্যাটিং নেমেছেন এই অজি তারকা। যেখানে মাত্র ৮ গড়ে তার রান ৪৮। স্ট্রাইকরেট স্রেফ ৯৭.৯৫। বিধ্বংসী ব্যাটার হিসেবে পরিচিত ম্যাক্সওয়েল ৫টি ও কেবল একটি ছক্কা মেরেছেন।

গতকাল (শনিবার) ইডেন গার্ডেন্সে কলকাতার বিপক্ষে ৮ বলে ৭ রান করেই সাজঘরে ফেরেন ম্যাক্সওয়েল। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন তিনি। ভারতীয় এই রহস্য স্পিনারের বলে অবশ্য বরাবরই তিনি দিশেহারা ছিলেন। এখন পর্যন্ত বরুণ ও ম্যাক্সওয়েল পরস্পরের মোকাবিলা করেছেন ৮টি ইনিংসে। এর মধ্যে ৫ বারই তিনি আউট হন বরুণের বলে। বরুণ চক্রবর্তীর ৩৩টি বল খেলে ৫০ রান করেছেন ম্যাক্সওয়েল।

এর আগে ২০২৪ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ম্যাক্সওয়েল ৯ ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেন সাকুল্যে ৫২ রান। যেখানে তার গড় ছিল ম্যাচপ্রতি স্রেফ ৫.৭৭। স্ট্রাইকরেট ছিল ১২০.৯৩। আসরটিতে মোট ৪ বার শূন্য রানে আউট হন ম্যাক্সওয়েল। গত বছরের খারাপ ফর্ম তিনি চলতি আইপিএলেও বজায় রেখেছেন। আইপিএলের সর্বশেষ ১৫ (২০২৪-২৫ দুই আসর মিলিয়ে) ইনিংসে ম্যাক্সওয়েল করেছেন সর্বসাকুল্যে ১০০ রান। শূন্য রানে আউট হন ৫ বার।

এফপি/টিএ


সর্বশেষ


খেলাধুলা এর আরও সংবাদ

টটেনহামকে উড়িয়ে দিয়ে শিরোপা উৎসব লিভারপুলের

মৌসুমের শুরুতেই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন অর্জন

বিসিবির জরুরি বোর্ড মিটিং শেষে যা জানা গেল

চার হাজার স্পর্শের দিনে সূর্যকুমার গড়লেন নয়া ইতিহাস

বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে : ফারুক

চট্টগ্রামেই শেষ ডেভিড বুনের

রাতেই ইংল্যান্ডে উড়াল দেবেন তাসকিন

বিজয়ের দলে জায়গা পাওয়ার প্রক্রিয়া আদর্শ নয় :সিমন্স

ক্ষমা চেয়ে যা বললেন রুডিগার

আজ হার এড়ালেই শিরোপা উল্লাস করবে লিভারপুল

২০২৬ আইপিএলে খেলবেন ধোনি, বললেন রায়না

১৪ বছরের বৈভকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন শাস্ত্রী

তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন সিমন্স

৬ কোটি টাকার ম্যাক্সওয়েল,স্কোরবোর্ডে ‘চুপচাপ’!

ঢাকার ঝড়ে চট্টগ্রামে শান্তদের টালমাটাল দেখতে চান না কোচ

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us