ছবি: সংগৃহীত
রাউন্ড ষোলোতে ফরাসি ক্লাব পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল লিভারপুল। তবে প্রিমিয়ার লিগে এককভাবে আধিপত্য চালাচ্ছে আর্নে স্লটের দল। পয়েন্ট টেবিলের দ্য রেডদের ধারেকাছে নেই কেউ। টেবিলের দুই নম্বরে থাকা আর্সেনালের সঙ্গে তাদের ব্যবধান ১২ পয়েন্টের। যার কারণে এতদিন প্রিমিয়ার লিগের অঘোষিত চ্যাম্পিয়ন বলা হতো মোহাম্মাদ সালাহরা। তবে আজকের ম্যাচে হার এড়ালেই আনুষ্ঠানিকভাবে শিরোপা নিশ্চিত করবে দলটি।
নিজেদের ৩৪তম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় দ্য রেডর্সদের ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। টেবিলের শীর্ষে লিভারপুল থাকলেও তলানিতে আছে টটেনহ্যাম। ৩৭ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ১৬ নম্বরে। শক্তিমত্তার দিক থেকে পোস্টেকোগলৌর শিষ্যদের চেয়ে ঢের এগিয়ে আছে আর্নে স্লটের শিষ্যরা।
এই ম্যাচে জয় নয়, বরং ড্র করে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও শিরোপা উল্লাস করবে প্রিমিয়ার লিগের ১৯ বারের চ্যাম্পিয়ন লিভারপুল। সবশেষ ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল সালাহ-ভ্যান ডাইকরা।
অন্যদিকে বর্তমানে দুই নম্বরে থাকা দল আর্সেনালের পয়েন্ট ৬৭। যদিও দ্য রেডদের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে মিকেল আর্টেটার দল। দলটি বাকি চার ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৭৯, যা বর্তমানে লিভারপুলের পয়েন্টের সমান। যার কারণে টটেনহ্যামের বিপক্ষে ড্র করলে দ্য রেডদের পয়েন্ট হবে ৮০। তাতে শিরোপা নিশ্চিত হবে লিভারপুলের।
ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন লিভারপুল বস আর্নে স্লট। শিরোপ জয়ের বিষয়ে তিনি বলেন, 'এটি একটি বড় দায়িত্ব, কারণ আমরা জানি যে গতবার এই ক্লাবটি কোভিডের সময় লিগ জিতেছিল।'
আজকের ম্যাচ নিয়ে স্লট বলেন, 'সবাই রোববারের (আজ) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কিন্তু এখনো একটি কাজ বাকি আছে, যা হলো এক পয়েন্ট, যা আমরা জানি এবং আশা করি আমাদের ভক্তরাও জানেন বিষয়টি।'
এমআর/টিএ