ছবি: সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামের মর্মান্তিক ঘটনা নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন উখয় কুমার। এ বার সরাসরি পাকিস্তানকে কটূ ভাষায় আক্রমণ করলেন বলিউড অভিনেতা।
ভারতের প্রেক্ষাগৃহে চলছে দেশাত্মবোধক ছবি ‘কেসরী চ্যাপ্টার ২’। সেই ছবির প্রদর্শনে শনিবার হঠাৎ এক প্রেক্ষাগৃহে হাজির হন অক্ষয় কুমার।
ছবি শেষ হয়ে যাওয়ার পরে দর্শকদের সঙ্গে কথা বলেন অভিনেতা। ছবির কথা বলতে গিয়েই উঠে আসে পেহেলগাম প্রসঙ্গ। এসময় তিনি একটি মাইকে দর্শকদের উদ্দেশে কথা বলছিলেন।
অক্ষয় দর্শকদের বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের মনে আবার ক্ষোভ জেগে উঠেছে।আপনারা সবাই বুঝতেই পারছেন, আমি কার কথা বলছি।” ‘কেসরী ২’-তে শত্রুদের ইংরেজি ‘ফ’ অক্ষরের ইংরিজি গাল দিয়েছেন অক্ষয়। সেই একই শব্দ ব্যবহার করতে চান বলে জানান অক্ষয়। তিনি বলেন, “ওই জঙ্গিদের একটাই কথা বলতে চাই, যা আমি এই ছবিতে বলেছি।
এই মন্তব্য করার পরেই মঞ্চ থেকে দর্শকদের দিকে মাইক ঘুরিয়ে দেন অক্ষয়। সমবেত কণ্ঠে দর্শকরা বলে ওঠেন, “পাকিস্তান তোমাকে...”। প্রতিবেশী দেশকে সরাসরি গালিগালাজ করার ভিডিও এই মুহূর্তে সামাজিক মাধ্যমে। ভিডিও নিয়ে বিতর্কও শুরু হয়েছে। যদিও, ছবিতে নাকি বিশেষ গুরুত্ব রয়েছে এই সংলাপের।
এই ঘটনার ঠিক পরের দিনই সামাজিকমাধ্যমে অক্ষয় লিখেছিলেন, “পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।”
উল্লেখ্য, এই দিন প্রেক্ষাগৃহে অক্ষয়ের সঙ্গে গিয়েছিলেন আর মাধবনও। তাঁকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে এই ছবিতে। এ ছাড়াও কর্ণ সিংহ ত্যাগীর পরিচালিত এই ছবিতে রয়েছেন অনন্যা পাণ্ডে।
এমআর/টিএ