চার হাজার স্পর্শের দিনে সূর্যকুমার গড়লেন নয়া ইতিহাস

খেলাধুলা
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ২০:৫৬:০৬
ছবি: সংগৃহীত
আইপিএল দিয়েই ক্রিকেটের বড় মঞ্চে উত্থান। ভারতের জাতীয় দলে থিতুও হয়েছে শর্টার এই ফরম্যাটে। রোহিত শর্মা যাওয়ার পর সুর্যকুমারের কাঁধেই এখন ভারত জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের ভার। আইপিএলেও তার ব্যাটের ওপরে দারুণভাবে নির্ভরশীল মুম্বাই ইন্ডিয়ান্স। সুর্য নিজেও নিরাশ করেননি। চলতি আসরেই ব্যাট করছেন ৬১ গড় আর ১৬৯ এর বেশি স্ট্রাইকরেটে।
 
ছন্দে থাকা সূর্যকুমার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও খেলেছেন আলো ঝলমলে এক ইনিংস। ২৮ বলে ৫৪ রানের ইনিংসটা মুম্বাইকে ঘরের মাঠে দিয়েছে বড় সংগ্রহ। তবে এদিন মাইলফলকও স্পর্শ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটার। আইপিএলে ৪ হাজার রান স্পর্শ করেছেন তিনি।

সুর্যের কীর্তিটা আরও বড় অবশ্য অন্য এক কারণে। আইপিএল ইতিহাসে বলের হিসেবে তৃতীয় দ্রুততম ৪ হাজার রান করা ব্যাটার এখন তিনি। ৪ হাজার রান করতে খেলেছেন ২ হাজার ৭১৪ বল। ভারতীয়দের মধ্যে এটাই সবচেয়ে কম বলে ৪ আহজার আইপিএল রান করার কীর্তি। আর সামগ্রিকভাবে ৪ হাজার রানের জন্য তারচেয়ে কম বল খেলেছেন কেবল দুজন।
 
৪ হাজার আইপিএল রান করতে ২ হাজার ৬৫৮ বল খেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। আর সমান সংখ্যক বল খেলেছিলেন ক্রিস গেইলও। ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বল খেলার নজির ছিল সুরেশ রায়নার। খেলেছিলেন ২ হাজার ৮৮১ বল।
 
একইদিনে আরও একটা রেকর্ডে ভারতীয়দের মাঝে সবার ওপরে চলে গিয়েছেন সূর্যকুমার যাদব। আইপিএলে কমপক্ষে ৪ হাজার রান করেছেন এমন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট এখন তারই। আইপিএল ক্যারিয়ারে সূর্যকুমারের স্ট্রাইকরেট ১৪৭। দুইয়ে থাকা সাঞ্জু স্যামসনের স্ট্রাইকরেট ১৩৯। ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি আছেন এরপরেই। তার স্ট্রাইকরেট ১৩৮।
 
মাইলফলক স্পর্শের দিন ‘স্কাই’ নামে পরিচিত এই ক্রিকেটার খেলেছেন ২৮ বলে ৫৪ রানের ইনিংস। যেখানে স্ট্রাইকরেট ছিল ১৯২ এর বেশি। এখানেও নতুন রেকর্ডে নাম তুলেছেন মারকুটে এই ব্যাটার। আইপিএলে ১৮০ এর বেশি স্ট্রাইকরেটে ফিফটির তালিকায় ভারতীয়দের মধ্যে সবার ওপরে এখন সূর্যকুমারের নাম। ফ্র্যাঞ্চাইজ এই লিগে ১৮০ এর বেশি স্ট্রাইকরেটে ১২ ফিফটি করেছেন তিনি। এই মানদণ্ডে তারচেয়ে সমান ফিফটি আছে কেবল মহেন্দ্র সিং ধোনির। 

এমআর/টিএ


সর্বশেষ


খেলাধুলা এর আরও সংবাদ

টটেনহামকে উড়িয়ে দিয়ে শিরোপা উৎসব লিভারপুলের

মৌসুমের শুরুতেই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন অর্জন

বিসিবির জরুরি বোর্ড মিটিং শেষে যা জানা গেল

চার হাজার স্পর্শের দিনে সূর্যকুমার গড়লেন নয়া ইতিহাস

বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে : ফারুক

চট্টগ্রামেই শেষ ডেভিড বুনের

রাতেই ইংল্যান্ডে উড়াল দেবেন তাসকিন

বিজয়ের দলে জায়গা পাওয়ার প্রক্রিয়া আদর্শ নয় :সিমন্স

ক্ষমা চেয়ে যা বললেন রুডিগার

আজ হার এড়ালেই শিরোপা উল্লাস করবে লিভারপুল

২০২৬ আইপিএলে খেলবেন ধোনি, বললেন রায়না

১৪ বছরের বৈভকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন শাস্ত্রী

তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন সিমন্স

৬ কোটি টাকার ম্যাক্সওয়েল,স্কোরবোর্ডে ‘চুপচাপ’!

ঢাকার ঝড়ে চট্টগ্রামে শান্তদের টালমাটাল দেখতে চান না কোচ

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us