মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সঙ্গে গাজা যুদ্ধবিরতি নিয়ে এই সপ্তাহেই একটি চুক্তি হতে পারে।
নিউ জার্সির মোরিসটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে, এই সপ্তাহেই হামাসের সঙ্গে একটি চুক্তি হবে। যেটি অনেক জিম্মির সঙ্গেই সম্পর্কিত…আমরা ইতিমধ্যে অনেক জিম্মিকে মুক্ত করেছি, তবে যারা এখনো মুক্ত হয়নি, তাদের মধ্য থেকে উল্লেখযোগ্য সংখ্যককে আমরা মুক্ত করতে পারব বলে মনে করছি। আমরা আশা করছি, এই সপ্তাহেই এটি সম্পন্ন হবে।
সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে এই মন্তব্য করেন ট্রাম্প।
নেতানিয়াহুকে কী বার্তা দেবেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে অনেক বিষয়েই কাজ করছি। এর মধ্যে একটি হচ্ছে ইরানের সঙ্গে সম্ভবত একটি স্থায়ী চুক্তি।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে রোববার ওয়াশিংটনের উদ্দেশে তেল আবিব ছেড়েছেন নেতানিয়াহু।
ছয় মাসের মধ্যে এটি তার যুক্তরাষ্ট্র সফরের তৃতীয়বার। এ সফরে তিনি মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কংগ্রেস সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
টিকে/