গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাসচাপায় জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরদার মুকসুদপুর উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামের কমল সরদারের ছেলে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সোমবার সকালে পশ্চিম গোপীনাথপুরের মুকসুদপুর ফিলিং স্টেশনের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন জাহাঙ্গীর সরদার।
এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াই শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কেএন/টিকে