জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় সিরিজটা দক্ষিণ আফ্রিকা জয় দিয়ে শুরু করেছিল। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় প্রোটিয়ারা। তাদের হারিয়ে জয় দিয়ে শুভসূচনা করল নিউজিল্যান্ড।
বুধবার (১৬ জুলাই) বুলাওয়েতে নিউজিল্যান্ড প্রোটিয়াদের ২১ রানে হারিয়েছে। ৫ উইকেটে তাদের ১৭৩ রানের জবাবে রসি ফন ডার ডুসেন বাহিনী গুটিয়ে গেছে ১৫২ রানে। ৭৫ রান করে ম্যাচসেরা হয়েছেন কিউই ব্যাটার টিম রবিনসন।
রবিনসনের ৭৫ রানের ইনিংস সত্ত্বেও দেড়শর আশপাশেই আটকে যেতে পারত নিউজিল্যান্ড। ৫৭ বলে ওই রান করেন তিনি। বেভন জ্যাকবের ঝড়েই মূলত তাদের স্কোর দেড়শ ছাড়িয়ে যায়। লুঙ্গি এনগিদি ২৭ রানে উদ্বোধনী জুটি ভাঙলে কিউইরা নিয়মিত বিরতিতেই পরের চারটি উইকেট হারায়। এরপর রবিনসন ও জ্যাকবের জুটিতে লড়াইয়ের পুঁজি দাঁড়িয়ে যায়।
জ্যাকব ৩০ বলে করেন ৪৪ রান। তার ইনিংসে ছিল একটি চার ও ৩টি ছয়ের মার। রবিনসনের ইনিংসে চার ও ছক্কা যথাক্রমে ৬ ও ৩টি। প্রোটিয়াদের হয়ে কেওনা মাফাকা পান ২ উইকেট। এনগিদির মতো একটি করে উইকেট নেন জেরাল্ড কোয়েতজে ও সেনুরান মুথুসামি।
রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা উইকেট হারানোয় বেশ তাড়াহুড়াই দেখিয়েছে। ৬২ রানে ৫ উইকেট হারানো দলটিকে টেনে তুলতে চেয়েও পারেননি দেওলাদ ব্রেভিস ও জর্জ লিন্ডে। ব্রেভিস ১৮ বলে ৩৫ ও লিন্ডে ২০ বলে ৩০ রান করেন। লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ১৭ বলে করেন ২৭।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি দুজনই ৩টি করে উইকেট নেন। ইশ সোধি ২ ও মিচেল স্যান্টনার নেন এক উইকেট।
আরআর