কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলমা খাতুন (৮) নামে এক দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটি ওই গ্রামের আল আমিন মণ্ডলের মেয়ে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় ইলমা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মনদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এমকে/টিকে