পিএসএলের প্রতিটি দলকে ৯৭ কোটি রুপি দিচ্ছে পিসিবি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) -এর সর্বশেষ আসরের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে প্রায় ৯৭ কোটি রুপি দেয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আর্থিক হিসাব ও কাঠামোগত জটিলতার কারণে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি ফাইন্যান্স কমিটির একটি বৈঠকে পিসিবি জানায়, প্রতিটি দল কেন্দ্রীয় আয় ভাণ্ডার থেকে আনুমানিক ৯৭ কোটি রুপি পাবে। তবে এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক এবং সফর বা আবাসনের মতো অপারেশনাল খরচ অন্তর্ভুক্ত নয়। এ ছাড়া দলভিত্তিক স্পন্সরশিপ থেকেও আলাদাভাবে আয় হিসেব করা হচ্ছে।

এই রাজস্ব আয় সত্ত্বেও আর্থিক ক্ষতির মুখে পড়বে মুলতান সুলতান্স। দলটি প্রতি মৌসুমে এক হাজার কোটি রুপির বেশি ফ্র্যাঞ্চাইজি ফি দেয়। যদিও বাকি দলগুলো লাভেই থাকবে বলে সংবাদ প্রকাশ করছে পাকিস্তানের গণমাধ্যম। অবশ্য চূড়ান্ত হিসাবপত্র এখনও প্রক্রিয়াধীন, ফলে সামান্য পরিবর্তন হতে পারে।

কিছু দল এখনও তাদের সম্পূর্ণ হিসাব জমা না দেয়ায়, খেলোয়াড়রা এখনও তাদের চুক্তিভিত্তিক পারিশ্রমিকের শেষ ৩০ শতাংশের জন্য অপেক্ষা করছেন। সাধারণত চুক্তির ৭০ শতাংশ টাকা টুর্নামেন্ট চলাকালীন দেয়া হয়। আর বাকি ৩০ শতাংশ দেয়া হয় ফাইনালের পর। এই অর্থ পরিশোধের দায়িত্ব পিসিবির।

যারা ইনজুরির কারণে ম্যাচ মিস করেন, তারা ৫০ শতাংশ ফি পান। আর যারা একেবারেই খেলার সুযোগ পাননি, তারা পান ২০ শতাংশ। যদিও কিছু ফ্র্যাঞ্চাইজি এসব কাটছাঁটের নিয়ম অনুসরণ করে না। এমনকি জাতীয় দলের মতো কেউ কেউ পারফরম্যান্স বোনাস সমানভাবে ভাগ করে দেয়ার নীতিও অনুসরণ করছে।

অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় ধীরগতি এবং মানবসম্পদ ঘাটতির কারণে এসব আর্থিক বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। নতুন চিফ অপারেটিং অফিসার সালমান নাসের এখন এশিয়া কাপ সংক্রান্ত দায়িত্বে ব্যস্ত থাকায় পিএসএল সংক্রান্ত কাজকর্ম থেমে আছে। এখন পর্যন্ত তিনি মাত্র দু’জনের একটি প্রশাসনিক দল গঠন করেছেন, যা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

এ ছাড়া প্লেয়ার কনট্রাক্ট ও দল গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা শোয়েব খালিদের পদত্যাগ পরিস্থিতি আরও জটিল করেছে। সামনে একাদশ আসর শুরু হওয়ার আগে এখনও স্পন্সরশিপ, মিডিয়া স্বত্ব, ফ্র্যাঞ্চাইজি ফি ও নতুন দুটি দলের অন্তর্ভুক্তি সবই অনিষ্পন্ন অবস্থায় আছে।

তবে পিসিবি জানিয়েছে, ৫ জুলাইয়ের পর বাকি থাকা ৫০ শতাংশ রাজস্ব শিগগিরই পরিশোধ করা হবে এবং খেলোয়াড়দের পাওনা টাকাও দ্রুত মিটিয়ে ফেলা হবে।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

বিশ্বনবীর জন্মের কাহিনী | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 01, 2025
যে কাজে রিজিক বাড়ে | ইসলামিক টিপস Aug 01, 2025
img
বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত, আসছে জন আব্রাহামের ‘তেহরান’ Aug 01, 2025
দুঃসময়ের সময়েও নিজের কাজের টাকা পাননি ডলি জহুর Aug 01, 2025
‘এতো সুন্দর ভ্লগ আমি আমার লাইফে কখনো দেখিনি’, রিপন ভিডিও প্রসঙ্গে তিশা Aug 01, 2025
ড. ইউনূস এসেছেন, বসছেন, এনজয় করছেন: আনিস আলমগীর Aug 01, 2025
img
৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার Aug 01, 2025
যে পোকা রাতে চলার জন্য ব্যবহার করে আকাশের তারার আলো | গুবরে পোকা Aug 01, 2025
জুলাইয়ের কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি! Aug 01, 2025
img
শন টেইটের কাছে ‘সিম্পল’ থাকার পাঠ নিলেন খালেদ Aug 01, 2025
img
বন্ধু হলেই যে শুভাকাঙ্ক্ষী হবে, এমন কোনো কথা নেই: তাসকিন Aug 01, 2025
img
১০ মিনিটে সোল্ড আউট 'ধূমকেতু'র ট্রেলার লঞ্চ ইভেন্টের টিকিট Aug 01, 2025
img
ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজিকে সমন্বিতভাবে মোটা অঙ্কের জরিমানা Aug 01, 2025
img
তৃপ্তি ডিমরির উত্থানের গল্পে মুগ্ধ বলিউড Aug 01, 2025
img
ঢাকায় একাধিক ভাড়া বাসা রিয়াদের Aug 01, 2025
img
সরকারি কর্মকর্তাদের ‘বিশেষ সুবিধা’র গ্রেড বিষয়ে নতুন নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের Aug 01, 2025
img
ফিলিস্তিনকে স্বীকৃতি: ৫ দেশের প্রশংসায় ইরাক Aug 01, 2025
img
নিউ ইয়র্ক পুলিশে পদোন্নতি পেলেন গুলিতে নিহত বাংলাদেশি দিদারুল Aug 01, 2025
img
সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত Aug 01, 2025
img
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসির সাইকেল র‍্যালি Aug 01, 2025