বলিউডে নতুন গুঞ্জন নিয়ে শুরু হয়েছিল আলোচনার ঝড়। শ্রীলীলা আর কার্তিক আরিয়ান এই জুটিকে ঘিরে সবাই ধারণা করছিল, তাদের একসঙ্গে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে বিখ্যাত রোমান্টিক সিরিজ আশিকি ৩- তে। সম্প্রতি ‘সাইয়ারা’ ছবির সাফল্যের পর এই গুঞ্জন আরও জোরালো হয়। কারণ, সেই ছবির নায়িকার মতোই শ্রীলীলার চরিত্রেও নাকি মরণব্যাধির ছোঁয়া থাকতে পারে- এমন ধারণা করেছিলেন ভক্তরা।
তবে সব জল্পনার অবসান ঘটালেন ছবির পরিচালক অনুরাগ বসু। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন- শ্রীলীলার চরিত্রে কোনো রোগ বা ট্র্যাজেডি নেই। গল্পটি পুরোপুরি মৌলিক, ‘সাইয়ারা’র সঙ্গে এর কোনো মিল নেই। পরিচালক আরও নিশ্চিত করলেন, ছবির চিত্রনাট্যে কোনো পরিবর্তন আসেনি এবং মুক্তির তারিখও ঠিকঠাক সময়েই থাকছে।
অন্যদিকে, ছবিটি মুক্তির আগেই শ্রীলীলাকে ঘিরে বলিউডে উত্তাপ বেড়েছে। নতুন প্রজন্মের এই অভিনেত্রীকে নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রযোজনা সংস্থা নাকি যোগাযোগ করছে। অভিষেক ছবির আগেই তাঁর ঝুলিতে জমেছে কয়েকটি নতুন অফার। শ্রীলীলার এই যাত্রা বলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে- এতে কোনো সন্দেহ নেই।
কেএন/এসএন