গত মৌসুমের সাফল্যের ধারার পুনরাবৃত্তির পাশাপাশি নতুন মৌসুমে আরও শিরোপা জিতবে বার্সেলোনা, এমনটাই বিশ্বাস হ্যান্সি ফ্লিকের। চলতি গ্রীষ্মের দলবদলে বার্সা শিবিরে আর কোনো ফুটবলারের যোগ দেয়ার প্রয়োজন নেই বলেও জানান ৬৪ বছর বয়সী এই কোচ। কাতালানদের ডেরায় নাম লেখানো বার্গদি ও র্যাশফোর্ডকে নিয়ে আশাবাদী নতুন মেয়াদে বার্সার দায়িত্ব পাওয়া এই জার্মান কোচ।
বার্সেলোনায় প্রথম মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন হ্যান্সি ফ্লিক। অভিষেক মৌসুমেই জিতে নেন ঘরোয়া ট্রেবল। রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ দিয়ে শিরোপা শুরুর পর বার্সেলোনা জিতেছে কোপা ডেল রে ও লা-লিগার শিরোপাও। স্মরণীয় মৌসুম কাটিয়ে গত মে মাসে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ান ফ্লিক। তাই তো গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি চান তিনি।
ফ্লিক বলেন, আমরা নিজেদের সামর্থ্যে নজর রাখছি এবং গত মৌসুমের মতো একই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। সবসময়ের মতো প্রতিটি ম্যাচ জয়ের চেষ্টা করবো। এটা কঠিন মৌসুম হবে, তবে আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছি। দলের মান উন্নত করেছি, তবে এটা দীর্ঘ এক মৌসুম হবে।
দলবদলে বার্সেলোনা শিবিরে আর কোন ফুটবলারের প্রয়োজন নেই বলে জানান বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। তার সাথে সুর মিলিয়েছেন কোচ হ্যান্সি ফ্লিকও।
বার্সা কোচ বলেন, ভাল মানের খেলোয়াড়দের নিয়ে আমার দারুণ একটা দল আছে। প্রতিটি পজিশনের জন্য আমাদের দুজন করে খেলোয়াড় আছে এবং কিছু পজিশনে তিনজন ফুটবলারও আছে। অবশ্যই দল সামলানো সহজ নয়, তবে আমি খুশি।
চলতি গ্রীষ্মের দলবদলে তিন জন খেলোয়াড় দলে টেনে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে বার্সেলোনা। নতুন ঠিকানায় অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন বার্দগি। পেয়েছেন জালের দেখা। ম্যানইউ থেকে ধারে নেয়া র্যাশফোর্ডকে নিয়েও আশাবাদী ফ্লিক। বলেন, মার্কাস দারুণ খেলোয়াড়। ইউনাইটেডে ক্যারিয়ার শুরু করার পর থেকে বহু বছর ধরে তাকে অনুসরণ করে আসছি আমি। তার মান উঁচুতে এবং আশা করি, এই মৌসুমে দলের হয়ে তা দেখাতে পারবে সে।
উল্লেখ্য, সবশেষ মৌসুমে বার্সেলোনার সাফল্যের পথে অসাধারণ পারফর্ম করেন ইয়ামাল। এই ফরোয়ার্ডের প্রশংসায়ও পঞ্চমুখ বার্সা কোচ। দলের ধারাবাহিকতা বজায় রাখার সঙ্গে আরও শিরোপা জিততে মরিয়া হয়ে আছেন তিনি।
এমকে/টিএ