রোজা অবস্থায় মুখ ভরে বমি হলে কী করণীয়

লাইফস্টাইল
Times Mojo Desk
২০২৫-০৩-০৩ ১৪:০৮:০৬
ছবি : সংগৃহীত
রোজা অবস্থায় বমি নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন, মুখ ভরে বমি হলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। তবে এটি সঠিক নয়। অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি হলে রোজা ভাঙবে না এবং কাজা আদায় করার প্রয়োজন হবে না। তবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে।

ইচ্ছাকৃত বমি করার মানে হলো- মুখে আঙ্গুল দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে ইচ্ছাকৃত মুখভরে বমি করা; এতে রোজা ভেঙে যাবে। (ফতোয়া হিন্দিয়া: খণ্ড-০১, পৃষ্ঠা-২০৪; রদ্দুল মুখতার: খণ্ড-০২, পৃষ্ঠা-৪২১)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেন- مَنْ ذَرَعَهُ القَيْءُ، فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَمَنْ اسْتَقَاءَ عَمْدًا فَلْيَقْضِ ‘যার অনিচ্ছাকৃত বমি হয়ে যায় তাকে কাজা আদায় করতে হবে না (অর্থাৎ তার রোজা ভাঙবে না)। আর যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে সে যেন কাজা আদায় করে (অর্থাৎ তার রোজা ভেঙে যাবে)। (জামে তিরমিজি: ৭২০; সুনানে ইবনে মাজাহ: ১৬৭৬; মুসতাদরাক হাকেম: ১৫৫৭)
 
সুতরাং অনিচ্ছাকৃত বমি হলে চিন্তার কিছু নেই; রোজা রেখে দেবেন। তবে, বমির পর অতি দুর্বলতার কারণে রোজা রাখতে অপারগ হয়ে গেলে রোজা ভঙ্গও করতে পারবেন, সেক্ষেত্রে শুধুমাত্র কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। কাফফারা শুধুমাত্র ওসব ক্ষেত্রেই ওয়াজিব হয়ে থাকে, যেসব ক্ষেত্রে শরয়ি ওজর ছাড়াই রোজা ভঙ্গ করা হয়ে থাকে।

আসলে ইসলামের প্রত্যেকটি বিধান সহজ ও সুন্দর। ইসলাম কাউকে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়নি। শারীরিক ও পারিপার্শ্বিক অবস্থাভেদে রোজা না রাখারও অনুমোদন রয়েছে। যেমন গর্ভবর্তী, দুগ্ধদানকারী মা, অসুস্থ, বার্ধক্যের কারণে দূর্বল, মুসাফির ইত্যাদি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের বিধি-বিধান যথাযথ পালনের তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ


লাইফস্টাইল এর আরও সংবাদ

এসি ছাড়াই ঘর ঠাণ্ডা রাখবেন যেভাবে

গরমে ত্বক ঠান্ডা ও মসৃণ রাখতে ‘ফেসিয়াল মিস্ট’

প্রেমিকার চেয়েও নাপিতের প্রতি বেশি ভরসা পুরুষের

ডায়াবেটিস থাকলে হার্টের যত্ন নিতে যা জানা জরুরি

গরমে ‘মেটাল অ্যালার্জি’ থেকে বাঁচতে যা করবেন

গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে যেসব ফল খাবেন

যেসব ফলের বীজ খেলে হতে পারে বিপদ

কেন খাবেন পুদিনা চা?

কেমন যাবে আজ ২৫ এপ্রিলের দিনটি? জেনে নিন রাশিফল

গ্রামবাংলার ফল ডুমুরের যত গুণ

গরমে ত্বকের সুরক্ষায় আমলকি

১৮’র নিচে ইনস্টা অ্যাকাউন্টে এআই নজর, শিশুদের নিরাপত্তায় মেটার উদ্যোগ

গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?

ক্যান্সার সারাবে গাঁজা পাতা!

সকালে খালি পেটে পানি পানে যেসব সুফল মেলে

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us