ছবি: সংগৃহীত
ভারতীয় বক্স অফিসে চলছে তিন নায়কের লড়াই। অক্ষয় কুমার, সানি দেওল এবং ইমরান হাশমি। ৩০ এপ্রিল মুক্তি পায় অক্ষয়ের ‘কেসারি ২’। এর আগে, ১০ এপ্রিল মুক্তি পায় সানির ‘জাট’।
দুইজনের লড়াইয়ে অক্ষয় বেশ এগিয়ে থাকলেও এবার লড়াইয়ে যোগ দেন ইমরান হাশমি। ২৫ এপ্রিল মুক্তি পেয়েছে তার ‘গ্রাউন্ড জিরো’। তবে সানির মতোই ইমরানও সুবিধা করতে পারছেন না অক্ষয়ের সঙ্গে। বলতে গেলে বক্স অফিসে চালকের আসনে অক্ষয়।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘কেসারি ২’ শনিবার (২৬ এপ্রিল) বক্স অফিসে ৭ কোটি টাকা আয় করেছে। ফলে অক্ষয় কুমার অভিনীত সিনেমাটির মোট বক্স অফিস আয় গিয়ে দাঁড়িয়েছে ৫৭ কোটি ১৫ লাখ টাকায়। প্রথম সপ্তাহে বক্স অফিসে ৪৬ কোটি ১০ লাখ টাকা আয় করেছে সিনেমাটি। দ্বিতীয় শুক্রবার এর আয়ের পরিমাণ ছিল ৪ কোটি ৫ লাখ টাকা। যেটা শনিবার আসতেই এক লাফে অনেকটাই বেড়েছে।
অন্যদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গ্র্যাউন্ড জিরো’ শনিবার বক্স অফিসে ১ কোটি ৯০ লাখ টাকা আয় করতে পেরেছে। ফলে দুই দিন মিলিয়ে ইমরান হাশমি অভিনীত সিনেমাটির আয় গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ টাকায়।
এদিকে, সানি দেওল অভিনীত ‘জাট’ মুক্তির পর তৃতীয় শনিবার ১ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। ফলে এখন এই সিনেমার ভারতীয় বক্স অফিসে মোট আয় ৮২ কোটি ৮৫ লাখ টাকা।
প্রথম সপ্তাহে সানি দেওল অভিনীত সিনেমাটি ৬১ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছিল। দ্বিতীয় সপ্তাহে সেই আয়ের পরিমাণ কমে দাঁড়ায় মাত্র ১৯ কোটি ১০ লাখ টাকায়। তৃতীয় শুক্রবার এটি বক্স অফিসে মাত্র ৮৫ লাখ টাকার ব্যবসা করতে পেরেছে যা শনিবার একটু বেড়েছে।
তবে বক্স অফিসের লড়াইয়ে অক্ষয়ের সঙ্গে সেভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না সানি। এমনকী ইমরান হাশমির ‘গ্রাউন্ড জিরো’ নিয়ে প্রত্যাশা থাকলেও অক্ষয়ের সঙ্গে পেরে উঠছে না সেটিও। যার ফলে এই মুহুর্তে ত্রিমুখী লড়াইয়ে বিজয়ী হিসেবেই বক্স অফিস দখলে রেখেছেন অক্ষয় কুমার।
আরআর/এসএন