পহেলগাম-কাণ্ড নিয়ে মুখোমুখি অবস্থানে সৌরভ-আফ্রিদি

খেলাধুলা
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ১৪:৪১:১৯
ছবি: সংগৃহীত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে নরেন্দ্র মোদি সরকার। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও, বিশেষ করে ক্রিকেটে।

ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী।

সৌরভ বলেন, 'আমি শতভাগ একমত। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এটা কোনো কৌতুক নয় যে, প্রতিবছর এমন ঘটনা ঘটতে থাকবে। বোর্ড আইসিসিকে চিঠি দিলে ঠিক কাজ করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেওয়া যায় না।'

এদিকে ভারতের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অভিযোগ করেছেন, ‘ভারত তাদের সব সংকটের জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী ও অভিযুক্ত করে। এটা দুর্ভাগ্যজনক ও অযৌক্তিক। শোকের এই সময়ে নোংরা রাজনীতি বন্ধ করা উচিত। সংলাপই হতে পারে একমাত্র সমাধান। যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনবে না।’

এছাড়া পাকিস্তান নারী দলের ওপেনার গুল ফিরোজা বলেছেন, 'আমরা কখনোই ভারতে খেলতে যাব না। বিশ্বকাপে আমাদের ম্যাচগুলো অন্য কোনো দেশে হবে। আমরা এশিয়ার অন্য যেকোনো দেশে খেলার জন্য প্রস্তুত।'

প্রসঙ্গত, ২০১৩ সালের পর ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে আর মুখোমুখি হয়নি। শুধু আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে দুই দল। বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ভবিষ্যতেও বিশ্বকাপ ও এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ নিয়ে আইসিসিকে চিঠি দেবে তারা।


এসএস/এসএন

সর্বশেষ


খেলাধুলা এর আরও সংবাদ

টটেনহামকে উড়িয়ে দিয়ে শিরোপা উৎসব লিভারপুলের

মৌসুমের শুরুতেই রোনালদোকে ছাড়িয়ে এমবাপ্পের নতুন অর্জন

বিসিবির জরুরি বোর্ড মিটিং শেষে যা জানা গেল

চার হাজার স্পর্শের দিনে সূর্যকুমার গড়লেন নয়া ইতিহাস

বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে : ফারুক

চট্টগ্রামেই শেষ ডেভিড বুনের

রাতেই ইংল্যান্ডে উড়াল দেবেন তাসকিন

বিজয়ের দলে জায়গা পাওয়ার প্রক্রিয়া আদর্শ নয় :সিমন্স

ক্ষমা চেয়ে যা বললেন রুডিগার

আজ হার এড়ালেই শিরোপা উল্লাস করবে লিভারপুল

২০২৬ আইপিএলে খেলবেন ধোনি, বললেন রায়না

১৪ বছরের বৈভকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন শাস্ত্রী

তানজিম সাকিবের প্রশংসা করে যা বললেন সিমন্স

৬ কোটি টাকার ম্যাক্সওয়েল,স্কোরবোর্ডে ‘চুপচাপ’!

ঢাকার ঝড়ে চট্টগ্রামে শান্তদের টালমাটাল দেখতে চান না কোচ

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us