অভিনয় ছাড়তে বলে, এমন ছেলেকে বিয়ে করব না : নুসরাত

বিনোদন
মোজো ডেস্ক
২০২৫-০৪-২৭ ১৭:৩১:৩৩
ছবি: সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভারুচা। সদ্যই মুক্তি পেয়েছে তার ‘ছোরি ২’। সিনেমাটি বেশ প্রশংসাও কুড়িয়েছে দর্শকমহলে। হাতে রয়েছে আরো কিছু প্রজেক্ট।

বর্তমানে কাজ নিয়ে দারুণ ব্যস্ত এ অভিনেত্রী। তবে একটি প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায় তার সামনে, সেটি বিয়ের প্রশ্ন। পরিবার থেকে ভক্ত অনুরাগী, নুসরাতের বিয়ে নিয়ে কৌতূহল কম নেই কারো। কিন্তু অভিনেত্রী কী চান? কবে করছেন বিয়ে? সম্প্রতি এক সাক্ষাৎকারে জবাব দিলেন স্পষ্ট করেই।

বলিউড বাবল-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন, তিনি এখনো সঠিক জীবনসঙ্গীর খোঁজে আছেন। এর মধ্যেই বহু পাত্রপক্ষের সঙ্গে দেখা হয়েছে তার, যাদের অনেকেই চেয়েছেন নুসরাত যেন বিয়ের পর অভিনয় ছেড়ে দেন। এমন প্রস্তাব পেয়ে প্রত্যেকবারই বিনয়ের সঙ্গে ‘না’ বলে দিয়েছেন তিনি।
 
নুসরাত বলেন, ‘আমি এমন কাউকে বিয়ে করতে চাই না, যে আমার ক্যারিয়ার নিয়ে আপত্তি জানাবে।আমি জানি, আমি কাকে বিয়ে করব, তা তখনই ঠিক হবে যখন এমন কাউকে পাব, যিনি আমাকে এবং আমার পেশাকে মেনে নেবেন।’

সাক্ষাৎকারে অভিনেত্রী আরো বলেন, কিছুদিন আগে ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেই সময়েও ঠাকুমা বিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, বয়স হচ্ছে, মা-বাবারও বয়স বাড়ছে এখনই উপযুক্ত সময় কাউকে জীবনে নিয়ে আসার। এমনকি, তার বাবা নাকি রীতিমতো হাল ছেড়ে দিয়েছেন! বলছেন, ‘আর বুঝিয়ে কাজ নেই!’
 
তবে নুসরাতের বক্তব্য, তিনি বাড়িতে বিয়ে নিয়ে ঝগড়া করেন না।বরং সবার কথা মন দিয়ে শুনলেও, সিদ্ধান্তটা নিজের মতোই নিতে চান। অভিনেত্রী বলেন, ‘বিয়ে তখনই করব, যখন মনে হবে এই মানুষটাই ঠিক।’

নুসরাত জানিয়েছেন, তিনি অ্যারেঞ্জড ম্যারেজের ব্যাপারে খোলা মনেই ভাবেন এবং পাত্রপক্ষের সঙ্গে দেখা করতেও রাজি থাকেন। তবে বেশির ভাগ ক্ষেত্রেই মিল হয় না, কারণ অনেকেই চান তিনি যেন অভিনয় ছেড়ে দেন। আর এ বিষয়টি মোটেও পছন্দ নয় নুসরাতের।

নুসরাতকে সর্বশেষ দেখা গেছে বিশাল ফুরিয়া পরিচালিত ভৌতিক চলচ্চিত্র ‘ছোরি ২’-তে। এটি ২০২১ সালের ছোরি’র সিক্যুয়াল। এতে নুসরাতের বিপরীতে সোহা আলী খান রয়েছেন খল চরিত্রে। ১১ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি।

এমআর/টিএ


সর্বশেষ


বিনোদন এর আরও সংবাদ

সুকেশ-জ্যাকলিন প্রেমকাহিনি এবার পর্দায়!

১ মে তিন ইন্ডাস্ট্রির একসাথে ভাগ্য নির্ধারণ!

'ডন' ফিরছে নতুন রূপে: রণবীর-কৃতি যুগল

ইতিহাস গড়া ছবি যা সিনেমা দেখার সংজ্ঞাই বদলে দিয়েছে

অভিনেতাকে চড় মারা প্রসঙ্গে মৌসুমী, 'সেটাই প্রাপ্য ছিল'

প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আমির খান

অভিনেত্রীকে শুধু অন্তর্বাস পরে তার সামনে বসতে বলেছিলেন সাজিদ খান

সহ-অভিনেতাকে চড়! মর্যাদার প্রশ্নে কখনও আপস করেননি মৌসুমী

‘কে কী বলছে, তাতে কিছু যায় আসে না’

পাকিস্তানিরা দুর্ভোগে আছে, আক্রমণের প্রয়োজন নেই: বিজয় দেবরকোন্ডা

৫ বছর পর মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’

‘বন্ড সই’ দিয়ে হাসপাতাল থেকে শুটিংয়ে কাঞ্চন

বিয়ের জন্য টাকাওয়ালা জামাই চান না মিলা

অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী

হিরো আলমের ‘পরকীয়া’ ফাঁস করবেন রিয়ামণি!

নিউজরুম


01731286846

hrtimes21@gmail.com


মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Bangladeshh times google play Bangladeshh times app store

© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

About Us | Terms & Conditions | Privacy Policy | Contact Us